
রানী আমিনা
@a-mi-na
সিরিজ

অফিডিয়ান
ষোল বছর আগের এক রহস্যময় দুর্ঘটনা দুটি পরিবারকে বিচ্ছিন্ন করে দেয়। সেই ঘটনার পর ফুপাতো ভাই সাফওয়ানের বাড়িতে আবার ফিরে আসে রুমাইশা। কিন্তু চিলেকোঠার একাকীত্বে সাফওয়ান লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য—এক অর্ধেক মানব, অর্ধেক সর্প সত্তা। এই নিষিদ্ধ সত্যের কাছাকাছি এসে রুমাইশা কি এক পারিবারিক ষড়যন্ত্রের জাল উন্মোচন করবে, নাকি শৈশবের সেই ভয়াল রাতের মতোই নিজে পরিণত হবে এক নতুন শিকারে?