ফাতেমা খান
@fatema-khan
সিরিজ
সত্যি ভালোবাসো
বোনের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে এক অচেনা বরের সামনে কনে সাজতে হয় তাহিয়াকে। কিন্তু যে বিয়েটা ছিল শুধু পরিবারের সম্মান বাঁচানোর উপায়, সেটাই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়। তার স্বামী আরিশের ভালোবাসা আর ভাইয়ের ষড়যন্ত্রের মাঝে সে এক ভয়াবহ বিপদের মুখোমুখি হয়। পরিবারের গভীর ষড়যন্ত্র আর অতীতের প্রতিশোধের আগুন থেকে তাহিয়া কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে?