
মাহা আরাত
@maha-arat
সিরিজ

অপেক্ষা
এক অনাথ, ধর্মপ্রাণ তরুণী হাফসা এক ইসলামিক বক্তার মায়াবী কন্ঠস্বরে মুগ্ধ হয়। হারাম অনুভূতি এড়াতে সে চিঠির মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু উত্তর আসে কেবলই নীরবতা। দু'বছর পর, যখন সে অন্য একজনকে বিয়ে করতে সম্মত হয়, সেই বক্তা ফিরে আসে এক হৃদয়বিদারক শর্ত নিয়ে। যে দীর্ঘ প্রতীক্ষা নীরবতায় কষ্ট দিয়েছে, তা কি এখন এই নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে?