
Sonia Akter
@sonia-akter
সিরিজ

প্রেয়সীর কাব্য
কাব্য এক আদর্শ প্রেয়সীর স্বপ্নে বিভোর, যে অন্য কোনো নারীকে স্পর্শ পর্যন্ত করে না। এক বর্ষার দিনে, দিদার কফিনের পাশে এক পরিত্যক্ত স্টেশনে সে দেখা পায় এক রহস্যময়ী রমণীর, যার সুরেলা কণ্ঠ তার হৃদয় থামিয়ে দেয়। এই নারী কি তার কল্পনার প্রিয়তমা, নাকি এক অশরীরী আত্মা? এই অপ্রত্যাশিত সাক্ষাৎ কাব্যর আজন্মলালিত বিশ্বাসকে কোথায় নিয়ে দাঁড় করাবে?