ইট পাটকেল

আশমিন সত্যি সত্যি ই অক্সিজেন মাক্স খুলে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইলো আশমিনের দিকে। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে মাক্সটা আবার ঠিকঠাক লাগিয়ে দিলো। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বললো,
— চিন্তা করো না। তুমি খুব তারাতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সুখ পাখি তোমার পথ চেয়ে বসে আছে নূর। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো। আমরা সবাই তোমার পাশে আছি।
আশমিন কথা শেষ করে নূরের মাথায় হাত বুলিয়ে দিতেই একজন নার্স এসে নক করলো। আশমন ভ্রু কুচকে তাকালো সেদিকে। নার্সটি কাচুমাচু করে বললো,
— স্যার ডক্টর চেকআপ করতে আসবে এখন। ম্যাম কে ড্রেসিং করতে হবে।
আশমিন অসহায় চোখে তাকালো নূরের দিকে। নূরের যন্ত্রণার কথা চিন্তা করে তার বুকের ব্যথা বাড়তে লাগলো। ডক্টর তাকে টেনশন করতে পুরোপুরি নিষেধ করেছে। অথচ তার মাথায় দেশের টেনশন, জনগণের টেনশন,দলের টেনশন,বউয়ের টেনশন,বাবা আর মেয়েদের টেনশন। মন্ত্রী হয়ে সে টেনশন করবেনা এটা কিভাবে হতে পারে! আশমিন সব চিন্তা বাদ দিয়ে নূরের দিকে গভীর চোখে তাকালো৷ যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটায় হাত বুলিয়ে শান্ত গলায় বললো,
— ভয় পেয় না বউ। খারাপ সময় কেটে যাবে। যন্ত্রণা কমে ঘা ও শুকিয়ে যাবে। তবে যারা এইকাজ করেছে তারাও এই পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে। আমাদের দিকে তাকিয়ে এই খারাপ সময় টুকু সহ্য করে নাও। বিশ্বাস করো, যদি সম্ভব হতো তাহলে তোমার সকল যন্ত্রণা আমি নিয়ে নিতাম। তোমাকে এভবে দেখা আমার কাছে এর চেয়ে হাজার গুন বেশি যন্ত্রণার।
নূর মলিন হাসলো। চোখ বুজে আশমিন কে আশ্বস্ত করলো সে ঠিক আছে।
আশমিন নূরের কপালে আরেকবার চুমু খেয়ে কেবিন ত্যাগ করলো। নূরের কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। এখানে থাকলে হয়তো নিজেই আবার অসুস্থ হয়ে যাবে।
আশমিন আমজাদ চৌধুরীর কেবিনে ঢুকে তার বেডের পাশে বসে পরলো। আমজাদ চৌধুরী আধসোয়া হয়ে বসে আছে। আশমিন কে দেখে নড়েচড়ে বসলো আমজাদ চৌধুরী। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম গলায় বলল,
— কেমন আছো আব্বু?
আমজাদ চৌধুরী শান্ত গলায় বললো,
— ভালো।
আশমিন তপ্ত শ্বাস ফেললো। দৃষ্টি নিচের দিকে রেখে মলিন গলায় বলল,
— মায়া আন্টির দাফনের ব্যবস্থা করতে হবে আব্বু৷ বডি ডিকোমপোজড হওয়া শুরু হয়েছে।
আশমিনের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে তাকালেন। সবার সুস্থতার খবর পেলেও মায়া বেগমের কোন খবর কেউ তাকে বলে নি। আমজাদ চৌধুরী সানভির কাছে জানতে চেয়েছিল কয়েকবার।সানভি বারবার এড়িয়ে গেছে।
— খারাপ লাগছে আব্বু?
আমজাদ চৌধুরী নিজেকে সামলে চোখ সরিয়ে নিলো। তার খারাপ লাগছে মায়া বেগমের জন্য।
— লাগা উচিত। সত্যিকার অর্থে স্ত্রী সে ই ছিল তোমার। মিসেস চৌধুরী ছিল নামে মাত্র। অথচ দেখো,মিসেস চৌধুরী তোমার সাথে যা করেছে তুমিও ঠিক একই কাজ মায়া আন্টির সাথে করলে৷ সে তার স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়েই দুনিয়া ছেড়েছে। অন্তত পক্ষে তার জন্য দু ফোটা চোখের পানি ফেলতে পারো। বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষের তার উপর মায়া জমে যায়। তিনি একজন মানুষ ছিলেন আব্বু। আমরা তাকে ভালবাসা তো দূর। একজন মানুষ হিসেবে সম্মান টুকু ও করতে পারিনি। অথচ আমাদের জন্য সে নিজের জীবন টা দিয়ে দিলো! এতো ঋণ কিভাবে শোধ করবো আব্বু?
আমজাদ চৌধুরী নিশ্চুপ হয়ে আছে। কিছু বলার নেই তার। সে মায়া বেগমের সাথে কখনো ভালো করে কথাও বলেনি। সব সময় তুচ্ছতাচ্ছিল্য করেছে। অথচ মায়া বেগম তার সব দায়িত্ব পালন করেছে। তার বকার আগেই সব কিছু তার সামনে হাজির করেছে। অথচ তার পরিবর্তে সে বার বার তাকে অপমান করেছে।
আশমিন আর কিছু বললো না। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আশমিন বেরিয়ে যেতেই আমজাদ চৌধুরীর চোখ দিয়ে দু ফোটা পানি বেরিয়ে এলো।
আশমিন অমি কে নিয়ে বেরিয়ে গেল আশিয়ানের আস্তানার দিকে। আশিয়ান নাফিসা শিকদারের খোজ পেয়েছে কাল। আজ আশমিন যাবে সেখানে।
কোন রকম সিকিউরিটি ছাড়া সবার চোখের আড়ালে বেড়িয়েছে আশমিন। যেখানে যাবে সেখানে সরকারি সিকিউরিটি নেয়া মানে শত্রুর কানে নিজ দায়িত্বে খবর পৌঁছে দেয়া। আশমিন বেরিয়ে যেতেই অমি সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পরলো।
আশিয়ান সিগারেটে টান দিয়ে লারার দিকে তাকিয়ে ভ্রু উচু করলো। লারার অবস্থা পানি বিহীন মাছের মতো। দুই দিন গলায় খাবার তো দূর পানিও জোটেনি। আশিয়ান সিগারেট নিচে ফেলে পা দোলাতে লাগলো। তার যখন মেজাজ খারাপ থাকে তখন সে অস্বাভাবিক ভাবে পা দোলায়। আশিয়ান পা থামিয়ে গম্ভীর গলায় বলল,
— শোন জান,,আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি। ভাই আসছে বুঝলে? ভাই যখন তোমাকে আদর করবে আমার কিন্তু তখন সহ্য হবে না। আমি আবার খুব পজেসিভ। রেগে তোমাকে একটু মা*রধর করলে রাগ করবেনা কিন্তু। ঠিক আছে সোনা?
লারা নিভু নিভু চোখে তাকালো আশিয়ানের দিকে। আশিয়ান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে। যেন প্রেমিকার প্রতারণার অপেক্ষায় আছে। কখন প্রেমিকা প্রতারণা করবে আর কখন সে হাত চালাবে।
— তুমি আমার ভালোবাসা বুঝলা না জানস। (শয়তানি হেসে)
ঠিক আধঘন্টা পরে আশমিন এসে হাজির হলো দ্রুত পায়ে এসে সোজাসুজি লারার সামনে বসে পরলো। লারার জ্ঞান নেই। আশমিন বিরক্ত হলো। হাক ডেকে সানভি কে ডাকলো,
— সান,,,বেইবি কে তুলে দাও। কতো দিন তার সুরেলা গলায় কথা শুনি না। শুনতে ইচ্ছে করছে তো।
সানভি ক্লান্ত পায়ে পাশের রুম থেকে বেরিয়ে এলো। লারার বাবার লাশ গুম করে এখানেই থেকে গিয়েছে সে। আশিয়ানের বিশ্বাস নেই। কখন আবার লারা কেও মে*রে দেয় ঠিক নেই। আশিয়ান কে তার সুস্থ মানুষ মনে হয় না। অনেকটা সাইকো ভাব আছে তার মধ্যে।
সানভি ঢুলু ঢুলু পায়ে এক বালতি পানি এনে লারার দিকে ছুড়ে মারলো। কয়েক সেকেন্ড পর লারা পিটপিট করে চোখ খুললো।
— লারা বেইবিইইই!এ কি অবস্থা তোমার? আহা! কি নির্দয় ওরা। তাই বলে এভাবে মারবে? গালের একপাশে তো এখনো দাগ ই পরেনি ভালো করে।
বলতে বলতেই ঠাটিয়ে এক চড় বসালো মহিলা গার্ড। আশমিন তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হাসিহাসি মুখ করে বললো,
— এ জন্যই তোমাকে এতো ভাল লাগে জেনি। না বলতেই সব বুঝে যাও।
অমি নিরব দর্শকের ভুমিকা পালন করছে। আশিয়ান নিজের আধখাওয়া কোল্ডড্রিংকের ক্যান টা এগিয়ে দিলো। অমি সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলো। চোখ লারার উপর স্থির রেখেই হাত বারিয়ে ক্যান টা নিলো। লারার ঠোঁট ফেটে র*ক্ত বের হচ্ছে। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লারার দিকে। শুভ্র মুখ খানা লাল হতে শুরু করেছে। লারার অবস্থা প্রচন্ড খারাপ। আশমিন তিন আঙুলের সাহায্যে লারার গাল চেপে ধরে দাতে দাত চেপে বললো,
— তোর সাথে আর কে ছিল ? সোজাসাপটা জবাব দিবি।কোন হাংকিপাংকি না। নাহলে তোকে জ্যন্ত টুক*রো টুক*রো করবো। মাইন্ড ইট।
লারা শুধু ঠোঁট নেড়ে কয়েকজন পুলিশ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াকের নাম বললো। আশমিন লারার গাল ছেড়ে দিলো। আশিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বললো,
— একে জ্যন্ত পু*তে দে। কার কলিজায় হাত দিয়েছে তা ওকে প্রতি মুহুর্তে বুঝিয়ে দিবি।
আশিয়ান মাথা নাড়িয়ে সায় জানালো। সানভি আর অমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আশমিন সানভি কে আশিয়ানের সাথে থাকতে বলে অমি কে নিয়ে বেরিয়ে গেল।
গাড়ি তে বসে রাগে ফুসছে আশমিন। সবগুলো কে নিজ হাতে কাফন পড়াবে সে। অমির দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিলো আশমিন। অমি সহজ গলায় বলল,
— তারা সবাই খুব বড় মাপের মানুষ স্যার। ঝামেলা হতে পারে। আপনি এখনো শপথ গ্রহন করেন নি। একটু অপেক্ষা করা যেত না?
— না অমি।শত্রুকে বাচিয়ে রাখতে নেই। সুযোগ পেলেই ছোবল মারতে আসবে। এবার নাহয় তাদের বিনাশ হোক। প্রশ্ন যখন পরিবারের আশমিন জায়িন চৌধুরী তখন ক্ষমতার ধার ধারে না।

SHARE:

Logo Light

হারিয়ে যান গল্পের দুনিয়ায়

Useful links

2024 © Golpo Hub. All rights reserved.