মেইড ফর ইচ আদার - এর সকল পর্ব একসাথে

মেইড ফর ইচ আদার | পর্ব - ১

গ্রামের নামকরা আহমেদ ভিলা সেজে উঠেছে নতুন সাজে। আহমেদ বংশের বুড়া-বুড়ি গত যাওয়ার পর এই আহমেদ ভিলা ছন্নছাড়া হয়ে পরে। গ্রাম ছেড়ে সবাই ঢাকায় পারি জমায়। কোনো বিশেষ কারন ছাড়া এখন আর এই আহমেদ ভিলা প্রান ফিরে পায় না।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২

বেশি রাত অব্দি আড্ডা দেওয়ার কারনে ছোটরা কেউ এখনও উঠে নি। বাড়ির বড়রা সকালের নাস্তা বানাতে ব্যস্ত।সফিউল ও তনয় আহমেদ বাড়ির সামনের উঠনে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, শুক্রবারে। শুক্রবার আসতে ৪দিন বাকি। বিয়ের কেনাকাটা করেই সবাই চলে এসেছে আহমেদ ভিলায়।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৩

গ্রাজুয়েশন এর পর আবির উত্তরার বাসায় সময় কাটিয়েছে তার মা বাবার সাথে। তখন রেহানা খানের সাথে আবিরের বেশি সময় কাটতো। হঠাৎই একদিন রেহানা এসে বললেন, আবির তোর কোনো পছন্দ আছে? আবির মনে মনে অবাক হলেও হেসে উত্তর দিলো, কেন? বিয়ে করাবে নাকি মা ?

মেইড ফর ইচ আদার | পর্ব - ৪

সফিউল আহমেদ আর তনয় আহমেদের কঠোর নির্দেষ,রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে সবার। তন্নি আর তন্ময়ের বিয়ের অনুষ্ঠান কাল থেকে শুরু হবে। তাই সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছে। এছাড়া বাড়ির ছেলে মেয়েরা মেহেদীর অনুষ্ঠানের সকল আয়োজন করবে তাও বলে দিয়েছে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৫

তনয় আহমেদ মাইক্রফোন নিয়ে এনাউন্সমেন্ট এর কাজ করছে, টস অনুযায়ী ছেলেদের পক্ষ থেকে গান করার কথা বললেন তনয় আহমেদ। আবিরদের দল থেকে আবির গান গাইবে সিদ্ধান্ত নিলো। স্টেজের সামনে খালি জায়গায় কার্পেট বেছানো হয়েছে। কার্পেটের উপর চেয়ারে আবির গিটার সেট করে বসে পড়লো। রাইদের হাতে ক্যামেরা।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৬

পূর্ণিমার রাত ।হু হু করে বাতাস বইছে।জোনাকিরা খেলা করছে ।জোনাকির আলোয় জ্বলমল করছে নদীর কিনারার ঝোপঝারে ,নদীর পারে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে দুই মানব-মানবি।নদীর ঢেউ কলকল করে বয়ে চলছে।নদীর ধারে উঠেয়ে রাখা, নৌকার পাটাতনে পা ঝুলিয়ে বসে আইসক্রিম খাচ্ছে তৃনা। পূর্নিমার আলোয় তৃনার অবয়ব অবোলোকন করছে আবির।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৭

মা নিজের দিকে খেয়াল রেখো।তৃনাতো বেশি বাসায় থাকে না ।হলেই কাটায়।হাটতে বের হলে তুলিকে নিয়ে বের হবে।বাবা সময়মত ওষুধ নিও।তৃনার বাসার কাছে ভার্সিটি হলেও নানা বাহানায় বান্ধবীদের সাথে থাকে।আমার জন্য চিন্তা করবে না একদম।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৮

সন্ধ্যার আযান শোনা যাচ্ছে। গেরুয়া যাওয়ার রাস্তার দুপাশে প্রকান্ড গাছ গুলোতে পাখিরা কিচিরমিচির করছে। সন্ধ্যার লালচে আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। কাঠবিড়ালি গুলো গাছে একডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলছে। রাস্তার একপাশ থেকে হেটে চলেছে তৃনা আর আবির।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৯

তোকে যে খবর টা আনতে বলেছিলাম, তোর সেই খবরের হুশ মিলেছে। যেকোনো মূল্যে আমার তৃনার দূর্বলতা জানতেই হবে। সানওয়ার ভাই টেনশন নিয়েন না বিকেলের মধ্যে আপনার খবর এসে হাজির হবে। সানওয়ার রাশভারি গলায় বলল,এই মেয়েটাকে ভাগে আনা যাচ্ছে না,বাগিনীর মতো সব কন্ট্রোল করে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১০

পরীক্ষা শেষ হতে না হতেই ৩য় বর্ষের ছোয়া লেগেছে তৃনার। দেখে নেত্রীর থেকে কম মনে হয় না। সবার অগোচরে নেতৃত্ব দিয়ে কাজ করে যায়। আজ মিটিং এ যোগ দিয়েছে তৃনা। আজকের মিটিং এর মধ্যমনি হয়ে আলোচনা করছে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১১

আরে আপনি কেনো দুঃখিত হবেন মিস তুলি। তুলির ঠোঁটে হাসি। আসলে আমার সেদিন মেজাজ খুব খারাপ ছিলো। বাসায় এসে শুনি রহিমা আন্টি আসবে না। তাই মাকে সাহায্য করতে করতে হাপিয়ে গিয়েছিলাম। তাই তো সদর দরজায় আপনার সাথে অমন ব্যবহার করে ফেলেছি। সানি মেয়েটাকে অবোলোকন করে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১২

৩০বিঘা জুড়ে এই নদীর পাড় নিয়ে গড়ে উঠেছে ৩০ গোডাউন। অন্যান্য সৌন্দর্যে গেড়া এই জায়গা। নৌকায় বসে উপভোগ করে যাচ্ছে সবাই।। নৌকা ভ্রমণ শেষ হলে, বাসার উদ্দেশ্যে বেড়িয়ে গেলো সবাই।সন্ধ্যে নামার আগেই বাসায় ফেরে সবাই। আপনাকে কিছু বলার ছিল,সানি ভাই।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৩

তোকে শুধু এই একটা কারনে আমি রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াতে চাইনি। কিন্তু তোর মন খারাপ আমি সহ্য করতে পারি না। চাওয়া পাওয়ার ত্রুটি যেনো না হয় তাই তোর মুখের দিকে তাকিয়ে তোকে এই সাবজেক্টে পড়তে দিয়েছি। তুই আমায় কথা দিয়েছিলি তুই এসবের কিছুতেই জড়াবি না।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৪

রেহু তুই আমার এই পুতুল মেয়েটাকে তোর ঘরের পুতুল বউ বানাতে চেয়েছিলি। মনে হয় সেই সময় এসে গেছে। আমি চাই কালই আবিরের সাথে ওর বিয়েটা হোক। আমি চাই না রাজনীতিতে থেকে ওর জীবনটা ধ্বংস হয়ে যাক। এই মেয়ে কত মানুষকে মেরেছে তা আমার জানা নাই।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৫

কতদিনের প্রতীক্ষার অবসান ঘটলো কে জানে! হিসেব রাখেনি কখনো। শুধুমাত্র এই অদ্ভুত, চাপা স্বভাবের জেদি মেয়েটাকে খুব করে চেয়ে গেছে প্রতিটি দিন একটু একটু করে। অদ্রি ধ্রুবকে চুপ থাকতে দেখে কিছু একটা ভাবলো।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৬

তৃনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। আবির সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছ,অবশ্য কাজ রেখে কিছুক্ষন পর পর তৃনাকে সে অবোলোকন করছে। তার পুতুলকে আজ অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র রঙের ঢিলেঢালা ফোরপিছ পরে আছে তার পুতুল।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৭

ইমতিয়াজ ভাই, আপনি তো সব কিছুই শুনেছেন।আমি এখন উত্তরায় আছি। আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি। আমি পদত্যাগ করতে চাই। আপনি যত শীগ্রই একটা মিটিং ডাকবেন। আমি এসে আমার পদত্যাগের ঘোষণা করে দিব। ইমতিয়াজ ভারাক্রান্ত মনে জবাব দিল, আমার দলে তোমার উপর আমার খুব ভরসা ছিলো।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৮

দিদারের মোবাইল বেজেই চলেছে। দিদার কল না তোলায়, তৃনার মাথা রাগে টগবগ করছে। ওয়াশরুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এলো দিদার, ফোনে ৭বার মিসড কল উঠে আছে। এটা দেখে যেনো দিদারের গলা ইতোমধ্যে শুকিয়ে গেছে। কাপা কাপা হাতে ডায়েল করল,তৃনার নাম্বারে। ওই পাশ থেকে চেচিয়ে উঠল তৃনা।

মেইড ফর ইচ আদার | পর্ব - ১৯

রেডিও কলোনির সিপি রেস্টুরেন্টের টেবিলে বসে আছে,তৃনার বন্ধুমহল।ওয়েটার বয় এসে অর্ডার নিয়ে স্থান ত্যাগ করলো অতি দ্রুত। সবাই টেবিলে বসা থাকলেও তৃনা দাঁড়িয়ে। তৃনা টেবিলে একটা চাপাটি রাখল, দেখেই মনে হচ্ছে মাত্রই কিনে আনা হয়েছে। তৃনার এভাবে টেবিলে চাপাটি রাখার কারন কেউ বুঝতে পারছে না৷

মেইড ফর ইচ আদার | পর্ব - ২০

🎶মন রাখো পাজরে সীমাহীন আদরে চোখ রাখো গভীরে ভালোবাসা নজরে । যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারা জনম দরে যতনে রাখিবো জড়িয়ে থাকিবো মনের একলা ঘরে ।🎶 -~কে গান গায়? কেয়ার টেকার অবাক হয়ে চাইলেন, আবিরের পানে। ~আরে মিয়া নিজের বউয়ের গলাও চিনো না।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২১

গোডাউনের পিলারে বেধে রাখা হয়েছে সানওয়ার, মাশরিফ ও জিসান কে। অত্যাধিক মা’রের ফলে অচেতন তারা। কিছুক্ষন বাদেই গোডাউনের দরজা খুলে দিলো দিদার, প্রবেশ করল তৃনা। গম্ভির কন্ঠে বলতে লাগলো তৃনা দিদারকে, বাইরে যাও, কল করা মাত্রই চলে আসবে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২২

দরজা খোলো পুতুল, যতই ওয়াশরুমে আমায় বন্দি করে রাখো, কোনো কিছু লাভ হবে না, দিন শেষে ওই আমার কাছেই আসতে হবে। পালানোর জন্য কোনো সুযোগ পাবে না। তৃনা আবিরের কথায় হাসলো, দরজায় নক করে টাওয়ালটা এগিয়ে দিলো ওয়াশরুমের ভিতরে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৩

আম্মু আমায় ল্যাবে যেতে হবে, দেখো সেই কখন থেকে পুতুল কান্না করেই চলছে। কিছু বলছেও না, কিছু খাচ্ছেও না৷ এখন তোমার পুতুল মেয়েকে তুমি সামলাও। রেহানা খানকে আবির কথা গুলো বলেই আবির বেড়িয়ে গেলো কক্ষ থেকে। রেহানার কোলে মাথা গুজে কেদেই যাচ্ছে তৃনা।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৪

আবির চায়ের কাপ টা নিয়ে তৃনার ছুয়ে দেওয়া জায়গায় চুমুক দিলো, চোখ টিপ দিয়ে বলল, এবার চিনি ঠিক আছে। তৃনা কটমট চোখে চাইলো, পাশে থাকা বালিস টা নিতেই আবির বুঝলো সাইক্লোনের আবাস। চায়ের কাপ কাবার্টে রেখেই দৌড়ে বের হলো কক্ষ থেকে, অতঃপর.. তার পিছু পিছু ছুটলো তৃনা।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৫

মেইড ফর ইচ আদার পর্ব ২৫ অনামিকা রহমান তোকে খুব মিষ্টি লাগছেরে আন্নি। আন্নি তৃনার পানে চাইলো, হাউমাউ করে তৃনাকে জড়িয়ে ধরলো। তৃনা হতচকিত হলো। আন্নির কান্নার কারন বুঝতে পারছে না তৃনা। আন্নির দু গালে হাত দিয়ে মুখখানা উঠালো তৃনা,আন্নিকে শুধালো, কি হয়েছে আন্নি? আন্নি কান্না মাখা মুখে জবাব দিলো, আমি রাইদকে ভালোবাসি।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৬

সব কয়টাকে মে’রে দিয়েছি ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ বিষ্ময়কর দৃষ্টিতে তাকালো, উদ্বিগ্ন গলায় বলল, কি বলছ কি তৃনা। নবিনগর থানায় মিসিং কেস হয়েছে। এখন যদি পুলিশ তোমায় ধরে ফেলে? তৃনা অট্টহাসি হাসলো, এতোদিন ধরে আপনার সাথে কাজ করেছি, এখনও আমায় চিনলেন না? আফসোস, আফসোস।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৭

❝বাসন্তী সাজে আমার বাসন্তী প্রেয়সী, অপরুপ লাগছে তোমায় ওগো প্রেয়সী।হৃদয়ের গহিনে তোমায় আকি সারাবেলা।এই মাতাল প্রেমিককে তুমি কেনো কর দিশেহারা।❞ মেসেজটা দেখা মাত্রই তুলি চারপাশ অবলোকন করলো, চোখের সামনে দেখতে পেলো কাক্ষিত মানুষটাকে। একটা মিষ্টি হাসি দিয়ে মেসেজ রিপ্লাই দিলো, আপনাকেও অনেক সুন্দর লাগছে।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৮

ব্লুটুথ অন করে কর্ণে বসিয়ে দিলো তৃনা। মোবাইলের স্ক্রিনে ভাসমান রিংকৃত নাম্বার রিসিভ করলো তৃনা। মোবাইলের অপর প্রান্তে চাতকের ন্যায় তাকিয়ে আছে আবির। হলুদ সাজে তার পুতুলকে, হলুদ পরীর ন্যায় লাগছে। দীঘল কেশ বেনুনি করা হয়েছে কাচা ফুল মুড়িয়ে দিয়ে। ~তোমায় খুব দারুন লাগছে, পুতুল।

মেইড ফর ইচ আদার | পর্ব - ২৯

❝তোমাকে চেয়েছি অন্ধকারের মতো, একাকী, ভীষণ গভীর এবং গাঢ়। তোমাকে চেয়েছি প্রার্থনা ও প্রেমে, যতটা রয়েছে তার চেয়ে বেশি আরও। ❞। আবির ছন্দখানা শেষ করা মাত্রই তৃনা মুচকি হেসে বলে উঠল, তাই বুঝি! আবির মুচকি হেসে বলল,হুম।

মেইড ফর ইচ আদার | পর্ব - ৩০ | সর্বশেষ পর্ব

কত দিন ধরে তুলির সাথে প্রেম করছিস সানি। তৃনার কথার জবাবে সানি বলে উঠল সাড়ে ৩ বছর। জাবির সেই চিরচেনা বটতলার সিমেন্টের বেঞ্চিতে বসে আছে সকলে। বন্ধুমহলের সকলে উপস্থিত। আর আজকের মধ্যেমনি সানি। সানিকে নিয়ে যত আলোচনা। তৃনা সানির পিঠে চাপড় দিয়ে বলল,বাহ!

No more posts...