রোমান্স
Discover all the "রোমান্স" related stories

মেইড ফর ইচ আদার
কত দিন ধরে তুলির সাথে প্রেম করছিস সানি। তৃনার কথার জবাবে সানি বলে উঠল সাড়ে ৩ বছর। জাবির সেই চিরচেনা বটতলার সিমেন্টের বেঞ্চিতে বসে আছে সকলে। বন্ধুমহলের সকলে উপস্থিত। আর আজকের মধ্যেমনি সানি। সানিকে নিয়ে যত আলোচনা। তৃনা সানির পিঠে চাপড় দিয়ে বলল,বাহ!

মেইড ফর ইচ আদার
❝তোমাকে চেয়েছি অন্ধকারের মতো, একাকী, ভীষণ গভীর এবং গাঢ়। তোমাকে চেয়েছি প্রার্থনা ও প্রেমে, যতটা রয়েছে তার চেয়ে বেশি আরও। ❞। আবির ছন্দখানা শেষ করা মাত্রই তৃনা মুচকি হেসে বলে উঠল, তাই বুঝি! আবির মুচকি হেসে বলল,হুম।

মেইড ফর ইচ আদার
ব্লুটুথ অন করে কর্ণে বসিয়ে দিলো তৃনা। মোবাইলের স্ক্রিনে ভাসমান রিংকৃত নাম্বার রিসিভ করলো তৃনা। মোবাইলের অপর প্রান্তে চাতকের ন্যায় তাকিয়ে আছে আবির। হলুদ সাজে তার পুতুলকে, হলুদ পরীর ন্যায় লাগছে। দীঘল কেশ বেনুনি করা হয়েছে কাচা ফুল মুড়িয়ে দিয়ে। ~তোমায় খুব দারুন লাগছে, পুতুল।

মেইড ফর ইচ আদার
❝বাসন্তী সাজে আমার বাসন্তী প্রেয়সী, অপরুপ লাগছে তোমায় ওগো প্রেয়সী।হৃদয়ের গহিনে তোমায় আকি সারাবেলা।এই মাতাল প্রেমিককে তুমি কেনো কর দিশেহারা।❞ মেসেজটা দেখা মাত্রই তুলি চারপাশ অবলোকন করলো, চোখের সামনে দেখতে পেলো কাক্ষিত মানুষটাকে। একটা মিষ্টি হাসি দিয়ে মেসেজ রিপ্লাই দিলো, আপনাকেও অনেক সুন্দর লাগছে।

মেইড ফর ইচ আদার
সব কয়টাকে মে’রে দিয়েছি ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ বিষ্ময়কর দৃষ্টিতে তাকালো, উদ্বিগ্ন গলায় বলল, কি বলছ কি তৃনা। নবিনগর থানায় মিসিং কেস হয়েছে। এখন যদি পুলিশ তোমায় ধরে ফেলে? তৃনা অট্টহাসি হাসলো, এতোদিন ধরে আপনার সাথে কাজ করেছি, এখনও আমায় চিনলেন না? আফসোস, আফসোস।

মেইড ফর ইচ আদার
মেইড ফর ইচ আদার পর্ব ২৫ অনামিকা রহমান তোকে খুব মিষ্টি লাগছেরে আন্নি। আন্নি তৃনার পানে চাইলো, হাউমাউ করে তৃনাকে জড়িয়ে ধরলো। তৃনা হতচকিত হলো। আন্নির কান্নার কারন বুঝতে পারছে না তৃনা। আন্নির দু গালে হাত দিয়ে মুখখানা উঠালো তৃনা,আন্নিকে শুধালো, কি হয়েছে আন্নি? আন্নি কান্না মাখা মুখে জবাব দিলো, আমি রাইদকে ভালোবাসি।

মেইড ফর ইচ আদার
আবির চায়ের কাপ টা নিয়ে তৃনার ছুয়ে দেওয়া জায়গায় চুমুক দিলো, চোখ টিপ দিয়ে বলল, এবার চিনি ঠিক আছে। তৃনা কটমট চোখে চাইলো, পাশে থাকা বালিস টা নিতেই আবির বুঝলো সাইক্লোনের আবাস। চায়ের কাপ কাবার্টে রেখেই দৌড়ে বের হলো কক্ষ থেকে, অতঃপর.. তার পিছু পিছু ছুটলো তৃনা।

মেইড ফর ইচ আদার
আম্মু আমায় ল্যাবে যেতে হবে, দেখো সেই কখন থেকে পুতুল কান্না করেই চলছে। কিছু বলছেও না, কিছু খাচ্ছেও না৷ এখন তোমার পুতুল মেয়েকে তুমি সামলাও। রেহানা খানকে আবির কথা গুলো বলেই আবির বেড়িয়ে গেলো কক্ষ থেকে। রেহানার কোলে মাথা গুজে কেদেই যাচ্ছে তৃনা।

মেইড ফর ইচ আদার
দরজা খোলো পুতুল, যতই ওয়াশরুমে আমায় বন্দি করে রাখো, কোনো কিছু লাভ হবে না, দিন শেষে ওই আমার কাছেই আসতে হবে। পালানোর জন্য কোনো সুযোগ পাবে না। তৃনা আবিরের কথায় হাসলো, দরজায় নক করে টাওয়ালটা এগিয়ে দিলো ওয়াশরুমের ভিতরে।

মেইড ফর ইচ আদার
গোডাউনের পিলারে বেধে রাখা হয়েছে সানওয়ার, মাশরিফ ও জিসান কে। অত্যাধিক মা’রের ফলে অচেতন তারা। কিছুক্ষন বাদেই গোডাউনের দরজা খুলে দিলো দিদার, প্রবেশ করল তৃনা। গম্ভির কন্ঠে বলতে লাগলো তৃনা দিদারকে, বাইরে যাও, কল করা মাত্রই চলে আসবে।

মেইড ফর ইচ আদার
🎶মন রাখো পাজরে সীমাহীন আদরে চোখ রাখো গভীরে ভালোবাসা নজরে । যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারা জনম দরে যতনে রাখিবো জড়িয়ে থাকিবো মনের একলা ঘরে ।🎶 -~কে গান গায়? কেয়ার টেকার অবাক হয়ে চাইলেন, আবিরের পানে। ~আরে মিয়া নিজের বউয়ের গলাও চিনো না।

মেইড ফর ইচ আদার
রেডিও কলোনির সিপি রেস্টুরেন্টের টেবিলে বসে আছে,তৃনার বন্ধুমহল।ওয়েটার বয় এসে অর্ডার নিয়ে স্থান ত্যাগ করলো অতি দ্রুত। সবাই টেবিলে বসা থাকলেও তৃনা দাঁড়িয়ে। তৃনা টেবিলে একটা চাপাটি রাখল, দেখেই মনে হচ্ছে মাত্রই কিনে আনা হয়েছে। তৃনার এভাবে টেবিলে চাপাটি রাখার কারন কেউ বুঝতে পারছে না৷