ভালবাসার রাজপ্রাসাদ | পর্ব – ৮ | পরবর্তী অভিযান

55 Min Read

সাঙলা উপত্যকার একদম শেষ প্রান্তে একটি ছোট্ট গ্রাম চিতকুল। চিতকুলের প্রাকৃতিক সৌন্দর্য যে কোন মানুষকে বিমুগ্ধ করে দেবে। হোটেলের সামনে খালি ঘাসের মাঠ, তারপরে তুষারের ছিটে। বিয়াস নদীর বাঁ দিকের তীরে উঠেছে কিছু ছোটো ছোটো পাহাড়, সারা পাহাড়ের গায়ে বিশাল বিশাল পাইন দেবদারু আর শাল গাছ। মাথার ওপরে সূর্য কিন্তু রোদে যেন তেজ নেই, কনকনে ঠাণ্ডা হাওয়া বইছে নদীর দিক থেকে। সামনে কিছু দুরে বরফে ঢাকা একটি উঁচু পর্বত শৃঙ্গ। নদীর ডান দিকে উঠে গেছে একটি ঘাসে ঢাকা ন্যাড়া পাহার, পাহাড়ের মাথায় একটি গাছ যেন কঠোর পাহাড়ের সাথে যুদ্ধ করে বেঁচে আছে।
চিতকুলে বিশেষ বড় কোন হোটেল নেই, কিছু ছোটো ছোটো কাঠের বাড়ি আর কিছু ছোটো ছোটো দোকান। গরম কালে এখানে কিছু পর্যটক ঘুরতে আসে কিছু শীতকালে এই দুর্গম স্থানে কেউ ঘুরতে আসে না। আই.টি.বি.পি. র একটি ছাওনি আছে চিতকুলে। চিতকুল গ্রাম থেকে অনেক দুরে চিনের সীমানা শুরু, তার ওপরে তিব্বেত শুরু। পর্যটক শুধু মাত্র ওই ছাওনি পর্যন্ত যেতে পারে তার আগে আর কাউকে যেতে দেওয়া হয় না।

অভি আর পরী বিয়াস নদীর তীরে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে থাকে। পরীর পরনে তুঁতে রঙের শাড়ি, গায়ে ভারী সাদা জ্যাকেট আর গলায় শাল জড়িয়ে। কানে সোনার দুল, তাতে আবার দুটো পান্না জড়ানো।পরী ওর হাত বুকের কাছে জড়িয়ে ধরে ওর দিকে মিটিমিটি করে হাসে। হাসিতে দু’গালে টোল পরে, আর সেই টোল দেখে অভির মনে হয় পরী যেন ঠিক স্বর্গের এক অপ্সরা। বারে বারে একটি চুলের গোছা ওর বাঁ গালের ওপরে চলে আসে আর বারে বারে পরী, বাঁ হাতের তর্জনী দিয়ে গোছা টাকে কানের ওপরে করে দেয়।
দুপুরের খাওয়ার সময়ে পরী নিরামিষ খেল। অভি ভাবল যে হয়ত জার্নির জন্য পরী নিরামিষ খেয়েছে, খাওয়ার ব্যাপারে বিশেষ কিছু জিজ্ঞেস করল না অভি। গল্প করতে করতে ওরা একে ওপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিল। পরীর প্রিয় রঙ তুঁতে। রবীন্দ্রনাথের কবিতা পড়তে আর শরৎচন্দ্রের ছোটো গল্প পড়তে খুব ভালবাসে। অভির প্রিয় লেখক শরৎচন্দ্রে। পরীর প্রিয় উপন্যাস শরৎচন্দ্রের “শ্রীকান্ত”, গান ভালবাসে পরী, সেটা অভি বিয়ের দিনে দেখেছে যে পরী বেশ ভাল গান গায়। অভি ওর মুখের দিকে একমনে তাকিয়ে থাকে আর পরী ওর গল্প বলতে থাকে।
অভি লক্ষ্য করল যে চিবুকে একটা ছোটো কাটা দাগ। অভি ওকে দাগটার ব্যাপারে জিজ্ঞেস করাতে পরী জানায় যে ছোটো বেলায় একবার আম গাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে পরে যায় আর ওর চিবুক কেটে যায়। আরও অনেক গল্প করল দু’জনে মিলে। বল্বিন্দার ওদেরকে জিজ্ঞেস করল যে ওরা আর কোথাও যাবে কিনা। অভি জানাল যে সেইদিন ওরা আর কোথাও বের হবে না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করাতে জানতে পারল যে, বেশ কিছু দুরে কারছাম ব্রিজ, তারপরে একটি জায়গা আছে নাম কল্পা। কল্পার নিচে রেকং পিও তে ওরা কেনাকাটি করতে পারে। পরীর চোখ চিকচিক করে উঠলো কেনাকাটির নাম শুনে। রেকং পিওর পরে স্পিতি উপত্যকা, হিমালয়ের মাঝে একটি হিমশীতল মরুস্থান।
রাস্তা ঠিক থাকলে ওরা নাকো যেতে পারবে। পরী ওর দিকে তাকাল, অভি বুঝতে পারল যে পরী নাকো যেতে চায়। নাকো সমুদ্রতল থেকে প্রায় বারো হাজার ফুট উঁচুতে, সেখানে হিমের মতন ঠাণ্ডা পড়বে জানিয়ে দিল ম্যানেজার। পরীর নাক যেন কোন দুঃসাহসিক অভিযানের গন্ধ পেল, অভিকে আলতো ধাক্কা মেরে বুঝিয়ে দিল যে নাকো যেতে চায়।
খাবার পরে আবার ওরা নদীর তীরে গিয়ে বসে। পরীকে কোলে করে একটা বড় পাথরের ওপরে বসে অভি। অভির হাত বুকের কাছে জড়িয়ে ধরে থাকে।
পরী, “নদিটা যেন গান গাইছে, জানো?”
অভি ওর মুখের দিকে চেয়ে বলে, “ধর আমরা যদি আর ফিরে না যাই। কেউ জানেনা আমরা এখানে আছি, সবাই ভাববে যে আমরা কোথাও হারিয়ে গেছি।”
বুকের ওপরে মাথা রেখে উত্তর দিল, “জীবন কোন পটে আঁকা ছবি নয়, অভি। আমাদের দু’জনেরই পরিবার আছে, যারা অধির উৎকণ্ঠায় আমাদের ফেরার পথ চেয়ে বসে আছে।”
অভি একটু ম্লান সুরে বলে, “মাঝে মাঝে আমার মনে হয় যে মা আমাকে একদম ভালবাসে না।”
চোখ তুলে ওর ম্লান মুখের দিকে তাকায় পরী, জিজ্ঞেস করে, “এই রকম কথা কেন বলছ?”
অভি, “মা বাবা আমার প্রতি সারা জীবন ভীষণ কড়া, তারপরে তুমি এলে মায়ের জীবনে। আজকাল ত মা সবসময়ে শুধু তোমার কথাই বলে।”
মিষ্টি হেসে পরী ওকে শান্ত করার চেষ্টা করে, “সব মা তার সন্তানকে ভালবাসে অভি। আমার ছোটো মা খুব ভাল, অভি, আর তুমি আমাকে ঈর্ষা করো?”
অভি, “আমি জানি উনি তোমার ছোটো মা, কিন্তু মা সবসময়ে যেন ভালবাসা কে পয়সা দিয়ে বিচার করে। সবসময়ে আমাকে শোনাতে ছাড়ে না যে আমার পেছনে কত খরচ করেছেন। আমার পেছনে যে হেতু উনি টাকা খরচ করেছেন সেহেতু আমি ওদের কথা সর্বদা শুনব এই চান তারা।”
পরী বুঝতে পারল অভির মনের কষ্ট, সুন্দর স্বরনালী সন্ধ্যে টাকে নষ্ট করতে মন চাইল না পরীর। ও কথা ঘুরিয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা, অভি, আমরা পুরো সময়টা কি এখানে ঘুরে কাটিয়ে দেব?”
ওর কথা শুনে অভি একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, “মহারানী যেখানে আজ্ঞা করবেন সেখানে যাওয়া যাবে। আপনি যদি আগে যেতে চান তাহলে তাই হবে। আজ সোমবার, আমরা এখানে দুই রাত আরও কাটাতে পারি, মাঝে একদিন রেকংপিও তে গিয়ে তোমার কেনাকাটা ও সারা যাবে। তারপরে বুধবার নাগাদ আমরা বেড়িয়ে পড়ব নাকোর উদ্দেশ্যে। সেখানে শুক্রবার পর্যন্ত কাটিয়ে, শনিবার ফিরে আসব। কাল্কা পৌঁছনর আগে মাঝে কোথাও রাত কাটিয়ে দেব। রবিবার আমরা কাল্কা পৌঁছে যাব ঠিক তোমার ট্রেন ছাড়ার আগে। কেমন লাগল আমার পরিকল্পনা।”
পরী ওর কথা শুনে হাতের ওপরে চুমু খেয়ে বলে, “উম্মম্ম দারুন পরিকল্পনা। তোমার মাথা সত্যি দারুন।”
কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে গেল, শীতের সন্ধ্যে আর পাহাড়ের কোলে অন্ধকার, খুব তাড়াতাড়ি ওদেরকে আচ্ছন্ন করে ফেলল। নদীর তির ছেড়ে ওরা হোটেলে ঢুকে পড়ল। হোটেলের রুমে কোন টি.ভি. নেই তাই বিকেল বেলা চুপ করে বসে গল্প করা ছাড়া আর কিছু করার থাকেনা। কিছুক্ষণের মধ্যেই তাপমান শূন্যর নিচে চলে গেল, রুমের ভেতরে দু দুটি হিটার জ্বলছে তা সত্তেও ঠাণ্ডা যেন বেড়েই চলেছে। পরীর ঠোঁটে হাসি লেগে আর চিতকুলের কথা।
কিছু পরে ম্যানেজার ওদের রুমে এসে রাতের খাবারের কথা জিজ্ঞেস করল, রাতে কি খাবে ওরা, চিকেন না মাটন। পরী জানাল যে ও নিরামিষ খাবে। সকালে নিরামিষ খেয়েছে আবার রাতে নিরামিষ খাবে শুনে অভির কেমন যেন খটকা লাগল।
পরী কে জিজ্ঞেস করল অভি, “দুপুরে নিরামিষ খেয়েছ সেটা না হয় বুঝলাম যে জার্নির ধকল গেছে তাই, কিন্তু রাতে নিরামিষ?”
পরী সুন্দর একটি হাসি দিয়ে উত্তর দিল, “তোমার জন্য অভি। সোমবার শিবের ব্রত রাখব আজ থেকে, সেই দিন পর্যন্ত রাখব যেদিন…”
কথাটা বলতে গিয়ে গলা ধরে এল পরীর, দু’চোখ একটু জলে চিকচিক করে উঠলো।
অভি ওকে জড়িয়ে ধরে বলল, “যাঃ বোকা মেয়ে, এর জন্য কাঁদে নাকি… ধুর আমি ত তোমার পাশে আছি।”
রাতের খাওয়ার শেষে পরী একটা হাল্কা নীল রঙের স্লিপ পরে নিল, ঠাণ্ডার জন্য গায়ে ভারী গাউনটা চড়িয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে রাতের প্রসাধনি মাখতে থাকে আর মাঝে মাঝে আয়নায় অভির দিকে তাকিয়ে হাসতে থাকে। অভি পেছন থেকে দেখে পরীর নধর শরীর টিকে। পিঠের ওপরে ঢেউ খেলা কালো চুলের রাশি নেমে এসেছে কোমর পর্যন্ত। চওড়া পিঠ ক্রমশ সরু হয়ে আসে পাতলা কোমরে তারপর ফুলে ওঠে। ত্বকের সাথে যেন লেপটে আছে পাতলা স্লিপ টা। পরীর অঙ্গের প্রতিটি বাঁক, প্রতিটি রেখা যেন ফুটে উঠেছে কাপড়ের ভেতর থেকে।
ওই দৃশ্য দেখে বুকের ভেতর টা কেমন যেন করে উঠল অভির, মনে হল যেন দৌড়ে গিয়ে ওই পিঠের ওপরে চুমু খায়। ঠোঁট দুটি চুম্বনের ইশারা করে একটা ছোট্ট চুমু ছুঁড়ে দেয় ওর দিকে আর অভি সেটা লুফে নিয়ে বুকের ওপর চেপে ধরে। আঙ্গুল নাড়িয়ে পরীকে তাড়াতাড়ি শুতে আসতে আহ্বান জানায়। পরী মাথা নাড়িয়ে জানিয়ে দেয়, “সোনা একটু সবুর কর।”
এমনিতে অভি ডায়রি লেখে না, তবে ওর কাছে একটা খুব পুরানো ডায়রি আছে যেটাতে ও ছোটো বেলায় কবিতা বা ছোটো ছোটো গল্প লিখত। অভি সেই ডায়রিটা সঙ্গে এনেছিল, ভেবেছিল পরীর সাথে এই ভ্রমন কাহিনী লিখে রাখবে ওই ডায়রিতে। যখন ওরা বুড়ো হয়ে যাবে, তখন দুজনে মিলে একসাথে বসে পড়বে ওই ডায়রি আর এই সব সুন্দর দিন গুলর স্মৃতি চারন করবে।
প্রসাধনি শেষে, গায়ের গাউনটা খুলে ওর পাশে শুতে চলে এল পরী। অভির বাঁ দিকে শুয়ে ওর বুকের ওপরে মাথা রেখে ওর বাজু জড়িয়ে ধরল। বাজুর ওপরে অভি পরীর কোমল বুকের পরশ অনুভব করল।
পরী ওকে লিখতে দেখে জিজ্ঞেস করল, “কি লিখছ অভি?”
অভি, “আমাদের এই ভ্রমন কাহিনী লিখছি।”
পরী, “তুমি সাধারণত ত ডায়রি লেখ না, তাহলে?”
অভি, “হ্যাঁ আমি ডায়রি লিখি না ঠিকই, কিন্তু কেন জানিনা মনে হল এই ভ্রমন কাহিনী টা লেখা দরকার। মনে হল যে যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন হয়ত আমরা এই ডায়রি পরে এই সুন্দর ভ্রমনের কথা স্মৃতিচারণ করব।”
“তুমি খুব মিষ্টি” কিছু থেমে, বুকের ওপরে আঁচর কেটে বলে, “আচ্ছা আমার যখন বুড়ো হয়ে যাব, তখন আমাকে নিয়ে এখানে আসবে তুমি? আমি যদি তখন তোমাকে বলি যে এখানে আমার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দাও তাহলে তুমি সেটা বানিয়ে দেবে?”
ডায়রি লেখা শেষ করে অভি ওকে জড়িয়ে ধরল। স্লিপের সামনের অংশ অনেকটা কাটা থাকার ফলে পরীর উন্নত বক্ষ যুগলের অধিকাংশ অনাবৃত ছিল, আর অভি ওর বাজুতে উষ্ণ ত্বকের স্পর্শ অনুভব করছিল। হাত দিয়ে পরীর কোমরের কোমলতা নিয়ে আদর করছিল অভি আর মাঝে মাঝে ওর নরম নারী মাংস টিপে দিচ্ছিল। মৃদু পেষণে পরীর শরীরের উত্তাপ ধিরে ধিরে বেড়ে উঠছিল। পরী ওর খালি বুকের ওপরে নখের ডগা দিয়ে আঁচর কাটতে থাকে, মাঝে মাঝে নাম লিখতে থাকে বুকের শক্ত পেশির ওপরে।
পরী, “মাঝে মাঝে আমার ছোটো বেলার কথা মনে পরে। তুমি হামাগুরি দিয়ে সারা বাড়ি বেড়াতে আর আমি তোমার পেছন পেছন দৌরাতাম। তারপরে যখন একটু বড় হলে তখন আমি তোমাকে টেনেটেনে নিয়ে যেতাম আমার সাথে।”
চুলের মধ্যে নাক গুঁজে বুক ভরে পরীর গায়ের গন্ধ নিল অভি। চুলের কিছু গোছা ওর মুখের ওপরে পড়েছিল, আঙ্গুল দিয়ে সরিয়ে দিল অভি যাতে চাঁদ টাকে আরও ভাল করে দেখা যায়।
পরী, “একদিনের কথা আমার খুব মনে আছে। তুমি সবে হাঁটতে শিখেছ আর আমি তোমাকে নিয়ে সারা বাড়ি খেলে বেড়াতাম, তোমার সাথে যেন আমার কত গল্প হত। সেই সব মাথামুণ্ডু হীন গল্প। একদিন আমি তোমাকে টানতে টানতে নিয়ে গেছিলাম পুকুর পারে, আমি একটা পুতুলের ঘর বানিয়েছিলাম সেটা তোমাকে দেখাব বলে। তুমি তখন ছোটো ছিলে, কিছুই বুঝতে না, তুমি এক লাথি মেরে আমার সেই পুতুলের ঘর ভেঙ্গে দিলে। আমি তাঁর স্বরে চেঁচিয়ে কান্না শুরু করে দিলাম আর তোমাকে মারতে শুরু করলাম। তুমিও মাটিতে বসে কান্না জুড়ে দিয়েছিলে।
romantic holidays for two, affectionate couple sitting together on the beach on swing, silhouette of man hugging woman
ইন্দ্রানিদি আমাদের কান্না শুনে দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ে আসে আর তোমাকে কোলে তুলে আমাকে খুব বকতে শুরু করে দেয়। আমাকে ছেড়ে দিয়ে তোমাকে কোলে নিয়ে ইন্দ্রানিদি বাড়ির মধ্যে চলে যায়, আমি একা একা ওখানে বসে কাঁদতে থাকি। ছোটো মা সেই দিন স্কুল যাননি, আমার কান্না শুনে দৌড়ে আমার কাছে আসে আর আমাকে কোলে তুলে নেয়। আমাকে সান্তনা দিয়ে বলেন যে যখন আমরা দু’জনে বড় হব আর বুঝতে শিখব, তখন তুমি আমার জন্য একটা পুতুলের ঘর বানিয়ে দেবে। আমি কান্না থামিয়ে ছোটো মাকে জড়িয়ে ধরে গালে চুমু খাই।”
অভি, “হুম বুঝলাম যে তোমার ছোটো মা তোমাকে খুব ভালবাসে।”
পরী গলা একটু ধরে আসে, চোখ তুলে অভির মুখের দিকে তাকিয়ে বলে, “অভি আমাকে আমার সেই পুতুলের ঘর বানিয়ে দেবে, যেখানে শুধু আমরা দু’জনে থাকব?”
পরীকে জড়িয়ে ধরে উত্তর দিল, “আমি তোমার সেই পুতুলের ঘর বানিয়ে দেব।”
অভি জানেনা এই প্রেমের কি পরিণতি হবে, কিন্তু পরীর কাজল কালো চোখে জল দেখে অভি কথা দিয়ে দিল। ইট কাঠ পাথর দিয়ে মানুষ বাড়ি বানাতে পারে কিন্তু ঘর বানাতে মানুষের ভালবাসার দরকার পরে আর অভির বুকের কাছে ওর ভালবাসা শুয়ে। দু’জনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল।
পরের দু’দিন কেটে গেল চিতকুলে ঘুরে আর একে অপরের বাহু পাশে। বিনা বাধায় ওরা প্রেমের উদ্যানে কপোত কপোতীর মতন উড়তে থাকে। দু’জনের মনে মিলনে কোন বাধা থাকে না। লাজুক পরী কিন্তু একবারের জন্যেও অভিকে ওর সুন্দর শরীর দর্শন দেয়নি। প্রত্যেক মিলনের সময়ে গায়ে লেপ ঢাকা থাকত, অভি কোনমতেই পরীর লজ্জা খন্ডন করতে পারেনি। সময়ের সাথে দু’জনের মনে হল যেন দুজনের বুকের মাঝে হৃদয়ের মধ্যে এক আত্মা বইছে, শরীর আলাদা কিন্তু এক প্রান। অভি তৈরি সারা পৃথিবীর সাথে লড়াই করে পরীকে জিতে নেবার জন্য। প্রত্যেক সকালে যেন এক নতুন পরী বিছানা থেকে ওঠে।
প্রত্যেক বার যখন পরী ওর দিকে তাকিয়ে হাসে তখন যেন মনে হয় যে হাসিটা কত নতুন কত মিষ্টি। চোখের চাহনি যেন আগের চেয়ে বেশি করে প্রেম ঝরিয়ে ওর দিকে তাকায়। আদর যেন আগের চেয়ে বেশি নিবিড় বেশি ঘন। বারে বারে যখন ওরা মিলন সাগরে ডুব দেয় তখন মনে হয় যেন পরীর আগের চেয়ে বেশি উত্তপ্ত আর বেশি সিক্ত। অভি যেন প্রত্যেক বার আগের চেয়ে বেশি কঠিন আর বেশি উত্তপ্ত হয়ে যায়। চুম্বনে যেন আগের চেয়ে বেশি তিব্রতা, কামনার আগুন যেন প্রত্যেক বার নতুন করে জ্বলে ওঠে। বারে বারে পরীকে জড়িয়ে ধরে যেন পিষে ফেলে বুকের সাথে মিশিয়ে নিতে চায়। শরীরের থেকে নির্গত ঘাম আর মধু মিশে একাকার হয়ে যায়।
বৃহস্পতি বার সকাল বেলা ওরা চিতকুল থেকে রওনা দেয় নাকোর পথে। অভি পরীকে বলে দিল যে নাকো তে হয়ত চিতকুলের চেয়ে বেশি ঠাণ্ডা পড়তে পারে, কিন্তু পরী নাছরবান্দা, নাকো সে যাবেই। কিছু পরে গাড়ি কারছাম ব্রিজে পৌঁছে গেল। বিয়াস নদীর তুঁতে রঙের জল দেখে পরী অভিভুত, আগের বার যখন দেখেছিল তখন সন্ধ্যে নেমে এসেছিল। এবারে দিনের আলোতে নদীর জল দেখে পরী বেশ খুশি।
সূর্যের আলোয় একটু যেন তেজ। বল্বিন্দার তাঁর পটু হাতে গাড়ি চালাচ্ছে। আঁকা বাঁকা পথে গাড়ি পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছে। কিছু পরে ওরা পোয়ারি পৌঁছে গেল। পোয়ারি তে জানতে পারল যে অটাই শেষ পেট্রল পাম্প সুতরাং বল্বিন্দার গাড়ি থামিয়ে তেল ভরে নিল। দুপুর এগারটা নাগাদ ওরা রেকং পিও পৌঁছে গেল। রেকং পিও পাহাড়ের কোলে বেশ সাজান গোছান একটি ছোটো শহর। দোকান পসার দেখে পরীর মন চঞ্চল হয়ে উঠল, ওর অনেক কেনাকাটা করতে হবে। বিশেষ করে ছোটমা’র জন্য আর দিদার জন্য কিছু কিনবে।
একটি দোকানে দাঁড়িয়ে কিছু স্টোল দেখতে দেখতে পরী অভিকে জিজ্ঞেস করে, “এই টা কেমন দেখতে?”
মাথা নাড়াল অভি, “হ্যাঁ ভালো দেখতে, তোমার গায়ের রঙের সাথে বেশ মানাবে।”
স্টোলটা গাড় নীল রঙের ওপরে সোনালি সুতোর কাজ করা ছিল। পরীর সেটা দেখে হয়ত ঠিক পছন্দ হল না, মাথা নেড়ে নাক কুঁচকে বলল, “না গো ভাল নয়।”
তারপরে আরও কিছু স্টোল দেখিয়ে জিজ্ঞেস করল সেগুলো কেমন। বেচারা অভি প্রত্যেক টি দেখে আর মাথা নাড়িয়ে উত্তর দেয় যে ভালো দেখতে। মেয়েদের কেনা কাটার ব্যাপারে ও অনভিজ্ঞ।
পরী ওর দিকে রেগেমেগে তাকিয়ে বলে, “তুমি একদম আমার দিকে দেখছ না। যা দেখাই তাতেই খালি গাধার মতন মাথা নাড়িয়ে হ্যাঁ বলছ। কিছু একটা বল কোনটা কিনব।”
অগত্যা অভি একটা স্টোল দেখিয়ে বলে, “এটা কেনো।”
সেটাও পরীর পছন্দ হয় না, অভি শেষ পর্যন্ত রেগে গিয়ে বলে, “কিনবে তুমি, পড়বে তুমি। আমি কি করে তোমার মনের কথা জানব, কোনটা তোমার ভাল লাগবে আর কোনটা মন্দ? যা ইচ্ছে হচ্ছে কিনে নাও নিজের জন্য।”
পরী একটু রেগে যায়, কোন রকমে একটা স্টোল কিনে নেয় নিজের জন্য। অভিকে বলে মায়ের জন্য কিছু কিনতে। অভি জানায় যে ওর কেনা কাটা বিশেষ ভাল লাগে না। যে কবার ও বেড়াতে গেছে কোন বার কারুর জন্য কিছু কিনে নিয়ে যায়নি।
পরী ওকে বলে, “অভি স্বভাব পাল্টাও, এবারে আমি এসে গেছি। কোথাও বেড়াতে গিয়ে যদি আমার জন্য কিছু না নিয়ে আস তাহলে কিন্তু ঘরে ঢুকতে দেব না।”
হেসে ফেলে অভি, “ওকে বাবা, তোমার কথা আলাদা। তোমার জন্য কিনব না সেটা কি হতে পারে।”
পরী, “হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এখুনি তার একটা ছোটো নমুনা দেখিয়ে দিলে।”
কেনা কাটা সেরে পরীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বসতে বলে কোথাও চলে গেল। পরীর জন্য একটা ছোটো বুদ্ধের মূর্তি কিনল আর সেটা নিজের জ্যাকেটের পকেটে লুকিয়ে রাখল। নাকো পৌঁছে ওকে অবাক করে দেবে অভি।
রেকং পিও তে দুপুরের খাবার সেরে ওরা যাত্রা শুরু করল নাকোর দিকে। বল্বিন্দার জানাল যে ঘন্টা তিন চার লাগবে রেকং পিও থেকে নাকো পৌঁছতে। কিছু পরে স্পিলো নামে একটি জায়গার পরে পাহাড়ের রঙ বদলে গেল। আগে দুপাসের পাহাড় ছিল সবুজে ঢাকা, কোথাও ঘাস কোথাও গাছ। কিন্তু এখন দুপাসের পাহাড় ন্যাড়া, ধুসর রঙ। রাস্তার অবস্থা বিশেষ ভালো নয়। রাস্তার বড় পাথুরে আর ভঙ্গুর, কোথাও কোথাও রাস্তা একপাস ভেঙ্গে নিচে শতদ্রু নদীতে মিশে গেছে। একদিকের পাহাড় থেকে ঝুরঝুর করে নুড়ি পাথর আর বাল ঝরে পড়ছে। বল্বিন্দার খুব সাবধানে সেই ভঙ্গুর সাঙ্ঘাতিক রাস্তা দিয়ে অতি সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে।
পরী সিটের অপ্রএ পা তুলে আমার করে অভির গা ঘেঁসে বসে আছে আর জানালার বাইরের অধভুত সৌন্দর্য দেখে চলেছে। নিচের পাহাড় আর এখানকার পাহাড়ে অনেক বিসম্যতা। কিছু পরে ওদের গাড়ি খাব ব্রিজে পৌঁছে গেল। সেখানেও দুটি নদীর মিলন দেখে পরী অবাক হয়ে গেল।
অভিকে জিজ্ঞেস করল, “এই নদীর নাম কি?”
যে নদী টা শতদ্রু তে এসে মিশেছে সেই দিকে দেখিয়ে অভি জানাল, “ওটা স্পিতি নদী।”
অবাক হয়ে প্রশ্ন করে পরী, “তুমিত আগে এখানে কোন দিন আসনি, তাহলে এত সব জানলে কি করে? সত্যি বল, তুমি আগে এসেছিলে কিন্তু আমাকে জানাচ্ছ না।”
অভি, “না সোনা, আমি এখানে আগে কখন আসিনি, বিশ্বাস করও। আমি জানতাম যে তুমি আমাকে কয়েক হাজার প্রশ্ন করবে তাই আগে থেকে এই জায়গার ব্যাপারে পড়াশুনা করে এসেছিলাম।”
গালে চুমু খেয়ে বলল, “তুমি ভাব্লে কি করে যে আমি তোমাকে বিশ্বাস করব না। আমি নিজের চেয়ে বেশি তোমাকে বিশ্বাস করি ছোট্ট রাজকুমার।”
ওর আদরের ডাক শুনে অভি একটু রেগে যায়, “আমি এখন বর হয়ে গেছি, আর আমি তোমার সেই ছোটো রাজকুমার নই। আমাকে ওই নামে আর ডাকবে না।”
পরী, “তুমি বুড়ো হয়ে গেলেও আমি তোমাকে ওই নামে ডাকবো ছোট্ট রাজকুমার।”
অভি ওকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, “রাতের ওই খেলার পরেও তুমি আমাকে ছোট্ট রাজকুমার নামে ডাকতে চাও?”
পরী ওর গালে আলতো করে থাপ্পর মেরে বলে, “যাও তোমার সাথে কথা বলব না।”
আরও শক্ত করে জড়িয়ে ধরে অভি, “তুমি না সত্যি খুব মিষ্টি। এত মিষ্টি খেতে খেতে আমি বুড়ো হয়ে যাব তাও যেন শেষ হবে না।”
পরী লজ্জায় লাল হয়ে গেল, “তুমি শয়তানি করা ছারবে না আমি নদিতে ঝাপ দেব।”
অভি ওর ঠোঁটের সামনে ঠোঁট এনে বলে, “উম্মম… আমার পরী দেখি লজ্জা পায়।”
পরী ওর দিকে বড় বড় লাজুক চোখে তাকিয়ে বলে, “থাম অভি, আমরা গাড়িতে।”
অভি, “ওকে আমি থামবো, কিন্তু তার বদলে কি পাব?”
পরী, “বর্তমানে কিছু না, তবে পরে আমি ভেবে দেখব।”
খাব ব্রিজ পার করে গাড়ি একটি সরু রাস্তা দিয়ে পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে। রাস্তা বড় খাড়া, পাহাড়ের কোল কেটে তৈরি সেই রাস্তা। কোন কোন জায়গায়, মাথার ওপরে পাহাড়ের ছাদ তার নিচ দিয়ে রাস্তা। ওই অবস্থা দেখে ভয় পেয়ে যায় পরী, এ কিরকমের রাস্তা, অভির বুকের ধুকপুকানিও একটুর জন্য বেড়ে যায়। কিন্তু পরীর মুখ দেখে নিজেকে শান্ত করে পরীকে জড়িয়ে ওকে ভয় পেতে বারন করে। পরী ওর বুকের কাছে এসে জড়সড় হয়ে বসে। কিছু দূর যাবার পরে রাস্তা খাড়া চরাই চরতে শুরু করে। পরীর সারা গায়ে কাটা দেয়।
পরী, “অভি, একি সাঙ্ঘাতিক সুন্দর রাস্তা। আমরা কি পাহারে চরে একবার থামব প্লিস, আমি নিচে দেখতে চাই একবার।”
বল্বিন্দার পরীর ভয় বুঝতে পেরে উত্তর দেয়, “ভাভিজি, বল্বিন্দার যতক্ষণ সাথে আছে ততক্ষণ চিন্তা করবেন না।”
পরী শুধু ভাভিজি কথাটা বুঝতে পারল, বল্বিন্দারের দিকে লাজুক চোখে তাকিয়ে হেসে দিল। পাহাড়ের ওপরে উঠে বল্বিন্দার গাড়ি থামাল। ওরা গাড়ি থেকে নেমে একদম ধারে গিয়ে নিচে স্পিতি নদীর দিকে দেখল। অনেক নিচে সরু একটা ময়াল সাপের মতন এঁকে বেকে বয়ে চলেছে স্পিতি নদী, জলের রঙ বড় ঘোলাটে। পরীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠেছে, সাথে সাথে অভি বিস্ময়ে তাকিয়ে আছে কত নিচ থেকে ওরা উঠেছে।
পরী ওকে বলল, “জানো আমার কি মনে হয়, এখানে কোন টুরিস্ট আসে না বা লোকজন থাকে না।”
অভি মাথা নাড়ল, হ্যাঁ তাই মনে হচ্ছে। এতক্ষণ গাড়ি চলল কিন্তু রাস্তায় অন্য কোন গাড়ির দেখা পায়নি ওরা, না সামনে থেকে না পেছন থেকে। একবারের জন্য হলেও অভির মনে ভয় ভর করল, যদি এই নির্জন দুর্গম জায়গায় ওদের সাথে কিছু অঘটন ঘটে তাহলে কোন বাড়ির কেউ খোঁজ পাবেনা এমন কি হয়ত শরীরের শেষ অংশ টুকুও খুঁজে পাবে না।
নাকো ঢোকার আগে রাস্তার দুপাসে বেশ উঁচু উঁচু কাঠের থামে অনেক রঙ বেরঙের পতাকা বাঁধা, হাওয়ায় পতাকা গুলো পত পত করে উড়ছে। পরী জিজ্ঞেস করল যে ওই পতাকা গুলো কিসের, অভি জানত না ওই পতাকা গুলো কিসের জন্য বাঁধা, পরে হোটেলের লোককে জিজ্ঞেস করে জেনেছিল যে পতাকা গুলো বৌদ্ধ ধর্মের মানুষের জন্য। ওই পতাকা গুলর ওপরে বুদ্ধের বানী লেখা আছে।
নাকো পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল চারটে বেজে গেছিল। নাকো অনেক উঁচুতে, চারপাসের পাহাড় যেন নাকোর পাশে বাচ্চা, ওরা যেন খুব উঁচু একটা ছাদে উঠে আসে পাশের পাহাড় দেখছে। দিনের পড়ন্ত আলোর সাথে সাথে চারপাসের কন কনে ঠান্ডা হাওয়া ওদের কাঁপিয়ে দিল। নাকোর উচ্চতায় চারপাশে গাছ পালা খুব কম, ওখানকার মানুষ কিছু টা কৃষি নির্ভর আর কিছু টা পরিব্রাজকের ওপরে নির্ভর। পরে ওরা জানতে পারে যে ওখানকার মানুষ, মটরশুঁটি, ফুলকপি, আলু ইত্যাদির চাষ করে।
শীতকালের সেই সময়ে হোটেল পেতে ওদের কোন আসুবিধা হল না, খুব সহজেই ওরা রুম পেয়ে গেল কেননা ওটা ভ্রমণের মরশুম নয় এবং এই জায়গায় খুব কম পর্যটক ঘুরতে আসে। অভি জিজ্ঞেস করল যে নাকোতে বরফ পাত হয় কিনা, ম্যানেজার জানাল যে বছর বছর বৃষ্টি হয় না এখানে ত বরফ কি করে পড়বে। কিন্তু শীতের সময়ে এখানে তাপমান শূন্যের চেয়ে অনেক নিচে নেমে যায়। ওদের কে সাবধান করে দিল যে রাতে যেন বাইরে না বের হয়, ঠান্ডার চোটে শরীর খারাপ হয়ে যেতে পারে। রুমের মধ্যে একটা কাঠের ফায়ারপ্লেস ছিল আর অনেক জ্বালানি কাঠ। এখানে বিজলি বাতির বেশ সমস্যা। একবার বিজলি চলে গেলে আসতে বেশ কয়েক দিন লেগে যায়।
অভি ঠিক করল যে রাতের খাবার পরে পরীকে সেই বুদ্ধের মূর্তিটা উপহার দিয়ে চমকে দেবে। কিন্তু এই উচ্চতা আর লম্বা রাস্তা পরী খুব ক্লান্ত করে দিয়েছে। বেচারা পরী রাতে ঠিক ভাবে কিছু না খেয়ে শুয়ে পড়ল। অভির মনে একটু ভয় ঢুকল, একদম কাছের শহর রেকং পিও, নাকো থেকে প্রায় ঘন্টা চারেকের রাস্তা, পরীর কিছু হলে বেশ মুশকিলে পড়তে হবে। অভি ওর সাথে প্রাথমিক কিছু ওষুধ পত্র এনেছিল, গায়ে ব্যাথার ওষুধ খেয়ে খেয়ে পরী লেপ মুরি দিয়ে শুয়ে পড়ল।
পরীর দাঁত ঠান্ডায় কাঁপতে লাগল, “অভি, আমার খুব শীত করছে।”
অভির একবার দুষ্টুমি করার মন হল, “দাড়াও আমি তোমাকে আবার গরম করে দিচ্ছি।”
পরী ওর মনব্রিতি বুঝতে পেরে চিৎকার করে ওঠে, “অভি না, আমি খুব ক্লান্ত, আমার শরীর খারাপ লাগছে। তুমি না ভীষণ শয়তান ছেলে।”
অভি, “দেখ আমি ত শয়তানি এখনো করিনি কিন্তু তোমার মাথায় শুদু দুষ্টুমির কথা ঘুরে বেড়ায়। তাহলে কে বেশি দুষ্টু মিষ্টি খেলা করতে ভালবাসে?”
“তোমার মাথায় সবসময়ে শুধু শয়তানি বুদ্ধি ঘোরে।” পরী ওর দিকে মৃদু রেগে গিয়ে, “তুমিই ত সবসময় ফাঁক খুঁজতে থাক কখন আমার সাথে একটু বদ্মাসি করবে। খালি আদর খাবার জন্য মন আনচান করে তোমার তাই না।”
পরীর শরীরে এই অবস্থা দেখে অভির একটু কষ্ট হল। ম্যানেজার কে বলে একটু সরসের তেল চাইল, মোমবাতির আলোতে তেল গরম করে ওর পায়ের পাতার ওপরে মালিশ করে দিতে শুরু করল।
অভি, “দেখ পরী, আমি কত ভাল, আমি তোমাকে কি শুধু ওই ভাবে গরম করার কথা বলেছি?”
হাতে তেল দেখে আর পায়ের ওপরে তেল মালিশ পেয়ে পরীর বেশ আরাম লাগল। আর পা ছারাল না পরী, ওর কোলে পা দিয়ে বলল, “তুমি ত আমার ছোট্ট রাজকুমার আমি জানি যে তুমি আমার খেয়াল রাখবে।”
অভি, “তোমার পায়ের পাতা গুলো কি নরম আর ফর্সা।”
অভি পা মালিশ করার পরে পরী কে বলল যে জামা খুলে শুয়ে পড়তে যাতে ও ওর পিঠের ওপরে তেল মালিশ করে দিতে পারে। পরী লজ্জা পেয়ে বলল যে, না ও জামা কাপড় খুলবে না, অভিকে ডাক দিল ওর পাশে এসে শুতে। অভি যত বার বলল যে ও কোন শয়তানি করবে না, কিন্তু পরী শুনল না। অগত্যা অভি লেপের মধ্যে ঢুকে পড়ল। পরী ওর গায়ের ওপরে লেপ টেনে দিয়ে ওর মাথা নিজের বুকের ওপরে রেখে শুয়ে পড়ল। অভি পরীর বুকে মুখ গুঁজে গায়ের গন্ধ নিয়ে ঘুমিয়ে পড়ল।
শুক্রবার সকাল, আগের দিনের থেকে রোদে খানিকটা তেজ বেড়েছে। পরিষ্কার আকাশে, ঝলমলে রোদের সাথে পরীর রাতের ক্লান্তি দূর হয়ে গেল। সকালের খাওয়া সারার পরে অভি ম্যানেজার কে জিজ্ঞেস করে জেনে নিল যে নাকো তে একটা সুন্দর বৌদ্ধ ধর্মের মন্দির আর মঠ আছে আর একটা ছোটো হ্রদ।
সারা সকাল ওরা নাকো ঘুরে বেড়াল। খুব ছোটো গ্রাম নাকো, ঘুরতে বেশি সময় লাগে না। নাকো হ্রদ বেশ ছোটো আর খুব সুন্দর। জলের রঙ সবুজ আর চারপাশে ছোটো ছোটো গাছে ভরা। দূর পাহাড়ের কোলে বেশ কিছু সাদা রঙের স্তুপ দেখে পরী অভিকে জিজ্ঞেস করল অগুলর ব্যাপারে। অভি অনেকক্ষণ তাকিয়ে বুঝতে চেষ্টা করল যে ওই স্তুপ গুলো কি, তারপরে মনে পড়ল যে স্কুল থেকে একবার ওরা সাঁচি গেছিল ঘুরতে সেখানে ও বৌদ্ধদের স্তপ দেখেছে। অভি উত্তর দিল যে ওগুলো হয়ত বৌদ্ধ ধর্মের স্তুপ। পরী ওর কথা শুনে অবাক হয়ে গেল, ছেলেটা কি না জানে।
মিষ্টি হেসে বলল, “তুমি আমার অভিধান, তুমি এত খবর রাখো কোথায় সোনা।”
অভি পরীর বুকে আলতো করে টোকা মেরে বলে, “এখানে রাখি আর দরকার পড়লে বের করে নেই।”
বৌদ্ধদের মঠ খানি গ্রামের এক প্রান্তে, পাহাড়ের কোলে একটি সমতল ভুমির ওপরে স্থাপিত। অনেক ছোটো মঠ কিন্তু বেশ সুন্দর সাজান গোছান। অনেক পুরান এই মঠ, নতুন মঠের তাঁর পাশে, নতুন মঠের জন্য অস্ট্রিয়া সরকার টাকা দান করেছে। মঠের একদম শেষে নেমে গেছে খাড়া পাহাড়, নিচে স্পিতি নদীর তীরে। পাহাড়ের কোলে স্থিত নাকো গ্রাম ঘুরে ওদের মন হল যেন পটে আঁকা একটি ছোটো গ্রাম। এই রুক্ষ ভুমির মাঝে একটা ছোটো মরুদ্যান এই গ্রাম। আশেপাশের কোন পাহাড়ে কোন গাছ পালা নেই কিন্তু এই গ্রামে কিছু গাছ পালা আছে।
অভি দুরে উঁচুতে ওই স্তুপ গুলর দিকে দেখিয়ে পরীকে জিজ্ঞেস করল যে ওখানে যেতে চায় কিনা। পরী বলল যে যেখানে অভি ওকে নিয়ে যেতে চায় সেখানে নিশ্চিন্ত মনে ও যেতে রাজি। আবার কবে এখানে আসা হবে জানেনা তাই ওরা ঠিক করল যে জায়গাটা পুর ঘুরে দেখবে।
পাহাড় চরতে চরতে পরী ওকে জিজ্ঞেস করল, “আগামি গরমের ছুটিতে এখানে আবার আসব, তখন লম্বা ছুটি নিয়ে আসব।”
অভি ওকে জড়িয়ে ধরে বলল, “ঠিক আছে আসা যাবে।”
ওরা সমতলের মানুষ, পাহাড়ে এর আগে কোনদিন আসেনি, তাই দু’জনেই বেশ হাঁপিয়ে ওঠে। স্তুপ অনেক উঁচুতে, মাঝখানে একটু থামে বিশ্রাম নেওয়ার জন্য। চারপাশে চেয়ে দেখে, ন্যাড়া পাহাড়, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ঘাসে ভর্তি আর বাকি টা ধুসর পাথর। এদিকে বৃষ্টি বিশেষ হয় না, আর নাকো যেন এই ঠাণ্ডা মরুভুমির মাঝে একটা মরুদ্যান। পরীকে হাপাতে দেখে শেষ পর্যন্ত অভি ওর হাত ধরে টানতে শুরু করে।
অবশেষে স্তুপার কাছে পৌঁছে গেল। অভি আকাশের দিকে মুখ করে দু’হাত মুঠি করে মাথার ওপরে ছুঁড়ে চিৎকার করে উঠলো, “আই লাভ ইউ পরী…”
পরী অভিকে পেছন থেকে জড়িয়ে ধরল, পিঠের ওপরে মাথা রেখে গাল চেপে ধরল পিঠে। জ্যাকেটের ওপরে ঠোঁট চেপে ফিসফিস করে বলল, “আই লাভ ইউ অভিমন্যু।”
অভি ওর দিকে ঘুরে দাঁড়িয়ে ওকে দুহাতে বুকের কাছে জড়িয়ে ধরে, ওর গোল মুখের দিকে তাকিয়ে বলে, “আমি সত্যি ভাগ্যবান, পরী। এই ট্রিপে তুমি আমার পাশে আছো, এই ট্রিপ টা আমার চিরকাল মনে থাকবে।”
পরী মুখ তুলে ওর দিকে তাকাল, অভি ওর মুখখানি আঁজলা করে হাতে নিয়ে ঠোঁট নামিয়ে আনল ওর লাল নরম ঠোঁটের ওপরে। পরী ওর জ্যাকেটের কলার মুঠোর মধ্যে নিয়ে, বুড়ো আঙ্গুলে ভর দিয়ে ঠোঁট নিয়ে গেল অভির ঠোঁটের কাছে। অভি পরীর পেছনে হাত দিয়ে চেপে ধরে, ওকে মাটি থেকে তুলে ধরল। অভির কাঁধে হাত রেখে নিজেকে আরও উঁচুতে উঠিয়ে নিল পরী। মাথা নিচু করে অভির ঠোঁটে আলতো করে ঠোঁট চেপে ধরল পরী। এক হাতে মাথার পেছনের চুল খামচে ধরল পরী।
প্রেমের চুম্বন ক্রমে ঘনিভুত হয়ে ওঠে, প্রথমে শুধু ঠোঁট নিয়ে খেলা তারপরে পরী ওর জিবের ডগা দিয়ে আলতো করে চেটে দেয় অভির অধর। দু’হাতে পরীকে প্রাণপণে চেপে ধরে অভি, চুম্বন টিকে কেউ যেন আর থামাতে চায়না। হিমশীতল হিমালয়ের ক্রোরে দু’জনের ঠোঁটের মাঝে যেন আগুন জ্বলে ওঠে।
বেশ খানিকক্ষণ পরে পরী শ্বাস নেবার জন্য নিরুপায় হয়ে ঠোঁট ছেড়ে দেয়। অভি ওকে তখন কোলের ওপরে উঠিয়ে, পরী ওর দিকে লাজুক হেসে মিনতি করে মাটিতে নামাতে। অভি ওর কথায় কান না দিয়ে বুকের মাঝে চেপে ধরে মুখ, উত্তপ হয়ে ওঠে পরী। অভির মাথায় উষ্ণ নিঃশ্বাস ঢেউ খেলে বেড়ায়, দুহাতে ওর মাথা নিজের বুকের ওপরে চেপে ধরে।
অভি দুষ্টুমি ভরা হাসি নিয়ে ওকে জিজ্ঞেস করে, “রুমে ফিরতে চাও?”
পরী ওর চোখের দুষ্টু শয়তানি চাহনি দেখে বুঝতে পারে ও কি বলতে চাইছে, লাল হয়ে ওঠে পরীর মুখ, মাথা নাড়ায় পরী, “না, তোমার কি সব সময়ে চুমু খাবার পরে ফুটবল খেলার ইচ্ছে জাগে নাকি?”
অভি ওর বুকের মাঝে নাক ঘষে বলে, “তুমি এত নরম যে আমি কিছুতেই নিজেকে সংবরণ করে রাখতে পারিনা। সবসময়ে মনে হয় তোমাকে নিয়ে…”
পরী, “ধুর… নামাও এবারে আমাকে, তোমার হাত ব্যাথা করবে।”
পাহাড় থেকে নিচে নামার সময়ে অভি ওর পেছনে হাত দিয়ে আলতো থাপ্পর মারে, পরী ওর দিকে মৃদু রেগে তাকিয়ে বলে, “তুমি না সত্যি একদম যা তা। যেন কিছুতেই সবুর নেই, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? এই দিনের আলোতে এইরকম না করলে পারতে। আমি আর তোমার সাথে কথা বলব না।” এই বলে পরী হাসতে হাসতে এক দৌড়ে পাহাড় থেকে নিচে নেমে গেল। দুচোখ যেন ওর দিকে বলে গেল, “ধরতে পারলে ধর আমাকে।”
দুপুরের খাবার পরে দুজনে হোটেলের বারান্দায় বসে রোদের তাপ নেয়। অভি ওকে জিজ্ঞেস করল যে গ্রামে আর একবার হাটবে কিনা, পরী মাথা নাড়িয়ে জানিয়ে দিল না, ও এখন আর ঘুরতে চায় না, চুপচাপ অভির পাশে বসে থাকতে চায়।
পরী অভিকে জিজ্ঞেস করে, “কাল আমরা কোথায় যাব?”
অভি, “কাল সকালে আমরা ফেরার পরথ ধরব। কালকের মধ্যে আমরা মনে হয় না সিমলা বা কাল্কা পৌঁছতে পারব তাই মাঝপথে কোথাও আমরা থেকে যাবো।”
ফিরে যাবার কথা শুনে পরীর মুখ শুকিয়ে গেল, চেয়ার থেকে উঠে অভির কোলে গিয়ে বসে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চুপ করে থাকে পরী।
হালকা হেসে ভাবাবেগে অভির কানে কানে বলে, “জানো, আমার এই সব এখনো কেন জানি না, সব স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আমি যদি তোমাকে না পাই তাহলে কি হবে?”
অভি বুঝতে পারল যে পরী আবেগের বশে আবার না কান্না জুড়ে দেয় তাই কথা ঘুরিয়ে দিয়ে বলে, “আবার এই সব নিয়ে কথা কেন বলতে শুরু করলে। আবার যদি শুরু কর তাহলে কোলে তুলে লেকের মধ্যে ফেলে দেব।”
পরী হেসে ফেলে, “না আমাকে আর ফেলতে হবে না”, অভির মাথা নিজের বুকের ওপরে চেপে ধরে মাথার চুলে গাল ঘষে দেয়। সারা বিকেল দু’জনে আলিঙ্গনে বদ্ধ হয়ে সূর্য ডোবা দেখে।
আলিঙ্গন এবং প্রেমের আদর, এই কনকনে ঠাণ্ডায় হোটেলের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আবার। সন্ধ্যের পরেই বিজলি চলে যায়, অগত্যা ওদের কাঠের উনুন জ্বালাতে হয় ঘর গরম করার জন্য। হলদে লাল মিশান আলোতে সেই অন্ধকারে পরীকে যেন সোনার প্রতিমার মতন দেখতে লাগে।
রাতের খাবার পরে পরী গাউন খুলে একটা লাল রঙের নাইট ড্রেস গায়ে চড়িয়ে নেয়, লম্বা সেই নাইটড্রেস পরীর সারা অঙ্গ ঢেকে রাখে পায়ের গোড়ালি অবধি। কাপড় খুবই পাতলা থাকার দরুন পরীর অঙ্গের প্রতিটি সুন্দর বাঁক খুব নিখুঁত ভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে ওই নাইটড্রেসের নিচ থেকে। অভি ওর কমনীয় সৌন্দর্যয় মুগ্ধ হয়ে আর থাকতে পারেনা, নিস্পলক চোখে ক্ষুধার্ত শিকারির মতন পান করে পরীর কমনীয়তা মাখান নরম শরীর। পরী ওর দিকে তাকিয়ে বুঝতে পারে যে অভি কি চায়, মিটিমিটি করে হাসে অভির দিকে আর রাতের প্রসাধনীর দিকে মন দেয়।
প্রসাধনি শেষে উঠে দাঁড়াল পরী, হাঁটু গেড়ে পরীর সামনে বসে পরে অভি, ওর আনা সেই ছোট্ট উপহার, বুদ্ধের ছোট্ট মূর্তি দেবার জন্য। পকেট থেকে বের করে ওর হাতের মধ্যে রেখে দেয় বুদ্ধ মূর্তির প্যাকেট।
পরী প্যাকেট টা হাতে নিয়ে জিজ্ঞেস করে, “এটা আবার কি?”
অভি ওকে ইশারায় বলে, খুলে দেখতে। আস্তে আস্তে প্যাকেটের মোড়ক খুলে বের করে ব্রোঞ্জের ছোট্ট বুদ্ধ মূর্তি। মূর্তি দেখে পরী অভিভুত হয়ে যায়। অভি ওর ডান হাত নিজের হাতে নিয়ে হাতের তালুতে চুমু খেয়ে বলে, “আই লাভ ইউ পরী।”
পরী হেসে উত্তর দেয়, “কিন্তু সোনা আমি যে তোমার জন্য কিছু কিনিনি।”
হাঁটু গেড়ে ওর দিকে হেটে যায় অভি, ওর পাতলা কোমর দুহাতে জড়িয়ে সুগভীর নাভির ওপরে ঠোঁট চেপে ধরে অভি। পরী ওর মাথার চুলে বিলি কেটে দেয়। কোমল পেটের ওপরে গাল আর ঠোঁট ঘষতে ঘষতে ফিসফিস করে বলে, “আমার উপহার ত আমি অনেক আগেই পেয়ে গেছি সোনা। আমার উপহার ত আমার বাহুপাসে বদ্ধ।”
টেবিলের ওপরে অভির দাড়ি কাটার রেজর ছিল, পরী ওটা হাতে নিয়ে নিল। অভি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, “কি করছ?”
পরী ওর দিকে মিটি মিটি হেসে, নিজের বাঁ হাতের তর্জনীর ওপরে ফুটিয়ে দিল ব্লেড। রক্ত বেড়িয়ে এল কাটা আঙ্গুলের ডগা থেকে। হতবাক হয়ে গেল অভি, ওর দিকে চিৎকার করে বলল, “তুমি পাগল হলে নাকি? হটাত আঙ্গুল কাটতে গেলে কেন তুমি?”
অভি রক্ত বন্ধ করার জন্য, ওর আঙ্গুল মুখে নিয়ে চুষতে শুরু করল।
ধিরে ধিরে অভির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল পরী, মুখের থেকে আঙ্গুল টেনে নিল এবারে। অভির চোখে চোখ রেখে গালে আলতো করে টোকা দিয়ে বলল, “আমি এটাই চাইছিলাম অভি। আমি চাইছিলাম আমার এক ফোঁটা রক্ত তোমার রক্তের সাথে মিশে যেতে, যাতে আমি তোমার কাছে না থাকলেও আমার কিছু তোমার কাছে সবসময়ে থাকে।”
আবেগে অভি আর চোখের জল ধরে রাখতে পারল না, গলার কাছে যেন কান্না টা দলা পাকিয়ে উঠল, খনিকের মধ্যেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। পরী ওর মুখখানি আঁজলা করে নিয়ে বুকের ওপরে চেপে ধরল, অভি দুহাতে ওর কোমর জড়িয়ে ধরল। ফুঁপিয়ে উঠল অভি, পরীর ভালবাসার ছোঁয়ায় চোখের বাঁধ ভেঙ্গে গেল।
পরী ওর পিঠের হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে, অভি ঘন ঘন ওর বুকের ওপরে মাথা ঘষতে থাকে। পরী ওকে বলে, “এই পাগলা ছেলে এর জন্যে কাঁদে নাকি? তুমি না আমার ছোট্ট সে রাজকুমার যে আমার জন্য আমার পুতুলের ঘর বানিয়ে দেবে।”
বলতে বলতে আবেগে পরীর ও গলা ধরে আসে। কাঁপা গলায় বলে, “আমি ত তোমার কাছে আছি, কাঁদছ কেন। তোমার পরী তোমাকে ছেড়ে কোথাও যাবে না।”
ওর বুকের কাপড়ের ওপরে চোখ মোছে অভি। পরী ওকে জড়িয়ে ওর পিঠের ওপরে হাত বলাতে থাকে আর মাথার চুলে বিলি কাটতে থাকে। পরী মধু ঢালা সুরে বলে, “আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না অভি, আমি তোমাকে খুব ভালবাসি সোনা।”
কথা শুনে বুকের মাঝের মসৃণ ত্বকের ওপরে গাল ঘষে দেয় অভি, দু’জনের ত্বকের ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে ওঠে দুই প্রান। পরীর কোমল বক্ষ পিষে দেয় মুখের ওপরে। নগ্ন ত্বকের ওপরে অভির উত্তপ্ত ঠোঁটের পরশে মৃদু ককিয়ে ওঠে পরী। ছোটো ছোটো চুমুতে পরীর উন্নত কোমল বক্ষের উপরি অংশ ভরিয়ে তোলে, ফর্সা ত্বকের ওপরে দাঁতের লাল দাগ দেখা দেয়। প্রেমে প্রজ্বালিত পরী আরও শক্ত করে অভির মাথা নিজের বুকের পরে চেপে ধরে, নিজের বুক দুটি ওর মুখের ওপরে পিষে দিতে চেষ্টা করে।
পাতলা আভরনের ওপরে দিয়েই উন্নত বক্ষ যুগলের ওপরে নিপীড়ন শুরু করে দেয়। অভির বুকের মাঝে কামনার তীব্র আগুন জ্বলে ওঠে। কোমর থেকে হাত নেমে যায় পরীর কোমল নিতম্বের ওপরে, পিষে ফেলে পরীর নরম নারী মাংস নিজের থাবার মধ্যে। পরী থেমে থাকে না, মাথার ওপরে গাল ঘষতে শুরু করে আর চুলের মুঠি করে ধরে চেপে ধরে মাথা বুকের মধ্যে। যেন প্রাণপণে চাইছে ওর মাথা নিজের বুকের মধ্যে লুকিয়ে নেবার জন্য।
কামাগ্নির জ্বালায় পরী মৃদুকনে অভিকে বলে, “অভি আমাকে তোমার করে নাও, আমি আর পারছি না। আমাকে এত ভালবাসো যেন আজ আমাদের জীবনের শেষ রাত।”
আদর ঘনিভুত হয়ে ওঠে, উনুনের আগুন যেন ওদের শরীরের আগুনের চেয়ে ধিমে জ্বলছে। একে অপরকে প্রেম আর ভালবাসা দিয়ে ভরিয়ে তুললও। ধিরে ধিরে ওরা ভালবাসার ক্ষীরোদ সাগরে ডুব দেয়।
পরের দিন শনিবার, বেশির ভাগ সময় কেটে গেল রাস্তায়। সকাল সকাল নাকো থেকে বেড়িয়ে পড়ছে ওরা। খাব ব্রিজ পর্যন্ত পৌঁছতে বিশেষ অসুবিধা হয়নি। খাব ব্রিজ পৌঁছে পরী অভিকে জিজ্ঞেস করল যে ও গাড়ি থেকে নেমে একটা পাথর নিয়ে যেতে পারে কিনা। অভি ওকে সম্মতি দিল, পরী নেমে গেল স্পিতি নদীর তীরে, একটা ছোটো গোল পাথর কুড়িয়ে নিল। নাকো থেকে পোয়ারি পর্যন্ত বেশির ভাগ সময়ে পরী বিশেষ কথাবার্তা বলেনি, মাঝে মধ্যে শুধু একটু এদিক ওদিক কার কথাবার্তা ছাড়া।
সারাটা সময় শুধু অভির হাত চেপে ধরে ছিল পরী। পোয়ারির পর থেকে রাস্তায় একটু কুয়াশা জমতে শুরু করে, আকাশ মেঘলা করে আসে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পরে, বাইরের আবহাওয়ায় যেন বিষণ্ণতার সুর বেজে ওঠে, সেই বিষণ্ণতা পরীর আর অভির বুকের মাঝে ছড়িয়ে পরে। এই পাহাড় এই স্পিতি, বাপ্সা আর শতদ্রু নদী যেন ওদের যেতে দিতে চাইছেনা। এই আকাশ বাতাস যেন বারে বারে কেঁদে উঠছে আর বলছে, “যেওনা তোমরা।”
পোয়ারি ছাড়াতেই পরী অভির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অভি ওর ঘুমন্ত চেহারার পানে এক ভাবে চেয়ে থাকে আর দেখে ওর গোল মুখ। নিশ্চিন্ত মনে শুয়ে পরে পরী, অভির কাছ থেকে কেউ ওকে সরিয়ে নিতে পারবেনা।
জিওরি পৌঁছতে প্রায় সাড়ে তিন’টে বেজে গেল। কুয়াশা যেন আরও ঘনিভুত হয়ে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছ রাস্তার ওপরে। কিছু দূর আরও চলার পরে রাস্তা আর দেখা যাচ্ছে না, এমন কুয়াশা ওদের ঘিরে এল। অভি বল্বিন্দারকে গাড়ি থামাতে বলল কেননা এই ঘন কুয়াশায় গাড়ি চালান খুব বিপ্পজনক। গাড়ি থামতেই পরী ঘুম থেকে উঠে পরে অভি কে জিজ্ঞেস করল যে ওরা সিমলা পৌঁছেছে কিনা। অভি জানাল যে রাস্তায় অনেক কুয়াশা সেই জন্য রাতে ওরা জিওরিতে থেকে যাবে। কাল সকালবেলা এখান থেকে সোজা কাল্কার উদ্দেশ্যে রওনা দেবে।
অভি গাড়ি থেকে নেমে আসেপাশের লোকজন কে জিজ্ঞেস করল যে এখানে থাকার কোন জায়গা আছে কিনা, জানতে পারল যে পাহাড়ের কিছু উপরে সাহারান নামে একটা জায়গায় হোটেল পাওয়া যাবে। অভি বল্বিন্দারের দিকে তাকাল, জিজ্ঞেস করল যে এই কুয়াশায় গাড়ি চালাতে পারবে কিনা। বল্বিন্দার মাথা নাড়িয়ে জানাল যে, একটু সাবধানে গাড়ি চালালে বিশেষ কোন অসুবিধা হবে না সাহারান পৌঁছতে। গাড়ির মধ্যে চেয়ে দেখল, পরী চোখে একটু ভয় ভয় ভাব।
অভি মাথা নেড়ে অভয় দিয়ে বলল যে, “কিছু চিন্তা কোরো না।”
পরী ওর দিকে হেসে উত্তর দিল, “তুমি কাছে থাকতে আমার ভয় কি।”
গাড়ি খাড়া চড়াই চরতে শুরু করে, চারদিকে কুয়াশা। রাস্তা খুব সঙ্কীর্ণ, দুপাসে গাছপালাতে ভর্তি, মাঝে মাঝে গাছপালা যেন রাস্তার ওপরে হুমড়ি খেয়ে পড়েছে। সাহারান পৌঁছতে আরও এক ঘন্টা লেগে গেল। ভিমাকালি মন্দিরের পাশেই ওরা একটা হোটেল পেয়ে গেল।
ঠাণ্ডা আর রাস্তার অবস্থার জন্য দু’জনেই বেশ ক্লান্ত। তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে অভি বিছানায় উঠে পড়ল। পরী ব্যাগ গুছাতে শুরু করল। অতি সাবধানে এক একটা জিনিস আলাদা আলাদা ব্যাগে রাখতে থাকে। দুই বাড়ির কেউ জানে না ওরা একসাথে ঘুরতে এসেছে তাই একজনের জিনিস যদি আরেক জনের ব্যাগের মধ্যে পাওয়া যায় তাহলে জানাজানি হবার ভয় আছে।
পরী অভিকে জিজ্ঞেস করল, “একখান থেকে কাল্কা পৌঁছতে কত সময় লাগবে?”
অভি, “মনে হয় ছয় ঘন্টা লেগে যাবে।”
পরী, “কাল দুপুরের খাওয়ার পরে তাহলে আমরা বেড়িয়ে পড়ব কি বলো?”
অভি, “ঠিক আছে।”
পরী খিলখিল করে হেসে জিজ্ঞেস করল, “তুমি রানী আর কল্যানির সামনে আমাকে কি করে ছাড়তে আসবে? সেদিন ত তোমার মুখে দাড়ি গোঁফ ছিল আজ ত নেই। কাল ওরা ত তোমাকে দেখে চিনতে পেরে যাবে, তখন কি করবে?”
অভি মাথা চুলকায়, এ কথা ত ও একবারের জন্য ভেবে দেখেনি। পরী, “আমার কাছে একটা উপায় আছে। ওরা হয়ত কাল্কা পৌছবে বিকেল ছ’টা কি সাত’টা, আর ট্রেন রাত সাড়ে এগারোটায়। ওরা হয়ত অয়েটিং রুমে থাকবে।”
অভি ওর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে ওর মতলব।
পরী, “তুমি গাড়ি স্টেসান থেকে অনেক দুরে দাঁড় করাবে যাতে ওদের নজর গাড়িতে না পরে। আমি তোমার আগে স্টেসানে ঢুকে যাবো আর ওদের বলব যে অর্জুন আমাকে স্টেসানের বাইরে ছেড়ে চলে দিল্লীর দিকে রউনা হয়ে গেছে। তুমি স্টেসানের বাইরে কোন চায়ের দোকানে দাঁড়িয়ে থেকো। কিছুক্ষণ পরে আমি কিছু একটা হক বলে ওদের কে নিয়ে বেড়িয়ে আসব আর আমাদের দেখা হবে।”
অভি হতবাক হয়ে শোনে পরীর মতলব, উচ্ছসিত হয়ে বলে, “পরী, তুমি ত খুব বুদ্ধিমতী মেয়ে, বাপরে। তুমি টিচার না হয়ে স্পাই হয়ে যাও সেটা আরও ভালো হবে।”
পরী নিজের মাথায় টোকা মেরে বলে, “তোমার পরীর মাথায় অনেক বুদ্ধি আর সেই জন্য আমি তোমার প্রেমে পড়েছি।”
অভি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে দেয়, পরী বুঝতে পারে যে অভির দুষ্টু হাত বেশিক্ষণ নমর পেটের ওপরে থেমে থাকবে না, কিছু না কিছু বদমাশি শুরু করে দেবে। হাত চেপে ধরে বলে, “আমার পেট না হাতিয়ে বাকি মতলব টা শোনও। তুমি কাল্কা এসেছ একটা আই.টি কম্পানির ইন্টারভিইউ দিতে…”
অভি হেসে বলে, “সোনা পরী, কাল্কাতে কোন আই.টি. কম্পানি নেই। তুমি এটা বলতে পার যে আমি চণ্ডীগড়ে একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম আর তারপরে কিছু সময় হাতে ছিল তাই আমি সিমলা ঘুরতে আসি। সিমলা থেকে ফেরার পথে আমি কাল্কাতে চা খাওয়ার জন্য দাঁরাই আর সেখানে তোমার সাথে দেখা হয়ে যায়।”
পরী পেছনে হাত দিয়ে অভির মাথা নিজের কাঁধের ওপরে নিয়ে আসে আর গালে গাল ঘষে উত্তর দেয়, “দেখলে ত আমার সাথে থাকতে থাকতে তোমার মাথার বুদ্ধি খুলে গেছে। আমার সাথে থাকো তাহলে দেখবে তোমার মাথার মধ্যে যত গোবর আছে সব বুদ্ধিতে বদলে যাবে। বেবি এটাকে বলে ইন্ডাক্সান বলে, যেমন জল গরম হয় ঠিক সেই ভাবে, ফিসিক্স বেবি।”
অভি ওর গালে গাল ঘষে বলে, “পরী এখন অন্তত ফিসিক্স শুরু করে দিও না।”
পরী, “ঠিক আছে, ফিসিক্স না হয় শুরু করছি না কিন্তু তুমি যেন আদর করতে করতে শুরু হয়ে যেও না। আমার অনেক কাজ বাকি।”
পরীর কথায় কান দিল না অভি, আরও শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। নরম তুলতুলে পেট আরও জোরে চেপে ধরল নিজের ওপরে। নাক ঘষে দিল পরীর ঘড়ের ওপরে, ছোটো ছোটো চুমুতে ভরিয়ে দিল পরীর ঘাড় আর কানের লতি। আদর করতে করতে উত্তপ্ত হয়ে ওঠে অভি, পরী ওর উত্তেজনা টের পায়। প্রেমাবেগের বসে অভি বলে, “তুমি আমার মিষ্টি সোনা, তোমার পায়ের ধুলো নিতে ইচ্ছে করে আমার।”
পরী ওর হাত পেটের ওপরে চেপে ধরে যাতে ওর শয়তান হাত বেশি নিচে নামতে না পারে, ফিসফিস করে কানে বলে, “হ্যাঁ সত্যি ত আমার পায়ের ধুলো নেওয়া উচিত তোমার, আমি না তোমার থেকে দু বছরের বড়।”
অভি ওর কানেকানে বলে, “সত্যি তুমি আমাকে তোমার পায়ের ধুলো নিতে চাও? মনে আছে ত…”
সঙ্গে সঙ্গে পরীর নাকোর সাথের কথা মনে পরে যায়, পা দিয়েই শুরু করেছিল অভি আর শেষমেস কি হয়েছিল ওরা দু’জনেই জানে। পরী চিৎকার করে ওঠে, “ছাড়ো ছাড়ো, শয়তান ছেলে, না আমার পা ধরতে হবে না।”
পরী ওর আলিঙ্গনের পাশে নিজেকে ছাড়াতে চেষ্টা করে আর অভি আরও শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এই ছারান আর জরানোর খেলায় অভি নিজেকে চেপে ধরে পরীর পেছনে।
পরী মৃদু সুরে বলে, “প্লিস ছেড়ে দাও সোনা আমার, দেখ আমাকে ব্যাগ গুছাতে হবে।”
দু’জনেই আদরের মারামারি করে হাঁপিয়ে ওঠে। অবশেষে অভি ছেড়ে দেয় পরীকে কেননা সত্যি ওকে ঠিক করে মন দিয়ে ব্যাগ গুছাতে হবে না হলে জানাজানি আর তারপরে এক বিশাল যুদ্ধ। এত তাড়াতাড়ি কোন রকমের সমস্যার সম্মুখিন হতে চায় না ওরা। এখন ওরা ভবিষ্যতের সমস্যার কথা ভেবে দেখেনি বা ভেবে দেখার সময় পায়নি।
সারাদিনের যাত্রার ক্লান্তি আর তারপরে ব্যাগ গুছিয়ে আর ওদের শরীরে শক্তি থাকেনা। কোনো রকমে বিছানায় পরে দু’জনে ঘুমিয়ে পরে।
মধ্যরাতে একটা মৃদু কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে যায় অভির। মাথার কাছে রাখা হাত ঘড়িতে দেখে রাত চারটে বাজে। ঘরের মধ্যে মৃদু নীল আলো জ্বলছে, ঘুম চোখে কিছু ঠাহর করে উঠতে পারেনা যে কান্নার আওয়াজটা কথা থেকে আসছে। পাশ ফিরে দেখে পরী ওর দিকে পিঠ করে শুয়ে আছে আর ওর পিঠ ক্রমাগত কাঁপছে। বুঝতে অসুবিধে হলনা অভির যে কান্নার আওয়াজটা পরীর বুকের মধ্যে থেকে আসছে।
পরীর দিকে ফিরে একটু উঠে ওর কাঁধ ছুঁল অভি, মুখের ওপরে ঝুঁকে দেখে দু চোখে বন্যা নেমেছে। কানের কাছে মুখ নামিয়ে জিজ্ঞেস করে পরীকে, “কাঁদছো কেন সোনা?”
ওর আওয়াজ শুনে পরী আরও ডুকরে কেঁদে ওঠে। দু’হাত মুখের কাছে মুঠি করে ধরা, আঙ্গুল কামড়ে কান্নাটাকে কোনো রকমে সামলে নিয়ে ধরা গলায় ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে, “সত্যি আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে?”
অভি ওর হাতে, পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে, আসস্থ করার জন্য ওকে বলে, “আরে পাগলি মেয়ে, ছোট্ট বাচ্চার মতন কাঁদে নাকি? আমি কি সত্যি তোমাকে ছেড়ে যাচ্ছি কোথাও? এপ্রিল মাসের শেষে, বাসন্তি পুজোর পরে আমার কাছেই চলে আসবে। আর ত মোটে দু’মাস বাকি।”
পরী কান্না ভেজা গলায় বলে, “দু’মাস মানে ষাঠ দিন বাকি, মানে এক হাজারেরও বেশি ঘন্টা, আমি কি করে তোমাকে ছেড়ে বাঁচবও?”
পরীর গোনা শুনে অভি হাসি থামাতে পারে না, ওকে বলে, “বেবি তুমি সত্যি একদম পাগলি মেয়ে। এত রাতে তুমি কি ঘন্টা গুনতে বসেছিলে যে কতদিন পরে আবার দেখা হবে?”
পরী ওর হাত বুকের ওপরে চেপে ধরে বলে, “তুমি আমার বুকের ব্যাথা বুঝতে পারছনা অভি।”
অভি ওর মুখের ওপরে নিজের মুখ এনে নাকের ডগায় নাক ঘষে আলতো করে তারপরে নাকের ডগা দিয়ে ওর গালের ওপরে জলের দাগ মুছে দেয়। পরী ওর বুকের ওপরে হাত রাখে, অভির প্রসস্থ বুকের নিচে আলতো করে পিষে যায় পরীর উন্নত বক্ষ যুগল। অভি ওকে জড়িয়ে ধরে আলতো করে আর নিজেকে নামিয়ে আনে পরীর বুকের ওপরে। পরী চোখ বন্ধ করে নিয়ে অভির গালে হাত বলাতে শুরু করে।
অভি ওর কানে কানে বলে, “থ্যাঙ্ক ইউ পরী, আমার জীবনে আসার জন্য।”
পরী ভালো ভাবে লেপটা ওদের ওপরে জড়িয়ে নেয়, ওর বুঝতে কষ্ট হয় না যে এই সকাল ওদের ভ্রমণের শেষ সকাল, এই ক্ষণ ওদের কাছে অনেক অনেক দামী। মিলনের ইচ্ছুক দুই প্রান একে অপরকে প্রাণপণে জড়িয়ে ধরে। অভির হাত নেমে যায় পরীর জানুর ওপরে। পরী জানু ভাঁজ করে অভি কে সাদর আহ্বান জানায় গ্রহন করার জন্য। পরীর ঘাড়ের ওপরে ঠোঁট চেপে ধরে অভি। উতপ্ত ত্বকের ওপরে ভেজা ঠোঁট যেন আগুনের ফুল্কি উদ্গিরন করে।
মৃদু শীৎকার করে ওঠে পরীর আধা খোলা ঠোঁট, “ম্মম্মম্মম্মম্ম… সোনা আমার… আমাকে পাগল করে দিচ্ছ তুমি…”
পরীর হাতের দশ নখ অভির কাঁধে বসে যায়, শিরদাঁড়ার ওপরে পরীর হাত বিচরন করতে শুরু করে, আবেগের বশে মাঝে মাঝে নখ বসিয়ে দেয় অভির কঠিন পিঠের পেশিতে।
অভি ওর জানুর ভেতরে নখ দিয়ে আঁচর কাটে, হাঁটু থেকে নখের দাগ জানুর সন্ধিখন পর্যন্ত নিয়ে যায় অভি। শীৎকার করে ওঠে পরী, “আআআআআআ… মেরে ফেললে আমাকে সোনা……”
অধভুত শিহরণ খেলে যায় পরীর সারা শরীরে আর থাকতে পরী নখ বসিয়ে দেয় অভির কাঁধে। অভির ঠোঁট নেমে আসে পরীর উপরি বক্ষে, জিবের ডগা দিয়ে গোল গোল দাগ কাটে ওর নগ্ন ত্বকের ওপরে। চিবুক দিয়ে সরিয়ে দেয় বুকের অপরের কাপড়, অনাবৃত পীনোন্নত বক্ষ যুগল ঘরের হালকা নীল আলো মনে হয় এই প্রথম দর্শন করল। পরী লজ্জা পেয়ে লেপটা আরও ওপরে টেনে ধরে যাতে অভি ওর নগ্নতা দেখতে না পারে। শত চেষ্টা করেও অভি লেপ টাকে গা থেকে সরাতে পারে না।
পরীর হাত নেমে আসে অভির কোমরে, ঠেলে নিচে নামিয়ে দেয় ট্রাক প্যান্ট। দু’হাতের থাবার মধ্যে শক্ত করে ধরে ফেলে অভির শক্ত নিতম্ব, টেনে ধরে অভির নিম্নাঙ্গ নিজের সিক্ত নারীত্বের ওপরে। সাপের মতন ফিস্ফিসিয়ে ওঠে পরী, “অভি আমাকে তোমার করে নাও, আমি তোমার আলিঙ্গনে আজ মরতে রাজি আছি, অভি।”
অভির কোমর একটু মোচর দেয়, দুহাত পরীর শরীরের দুপাসে দিয়ে ঊর্ধ্বাঙ্গ একটু উঁচু করে কামাগ্নি ভরা চোখে পরীর মুখের দিকে তাকায়। ওর মুখের উপরে তপ্ত শ্বাস ছেড়ে বলে, “মরার সময় নেই পরী, আমি তোমাকে অনেক অনেক ভালবাসি সোনা।”
হোটেলের রুমের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে প্রেমিক যুগলের নগ্ন ত্বকের ঘর্ষণে আর মৃদুকনে। থেকে থেকে গুঞ্জরিত হয় ওদের মিলিত শীৎকার আর আদরের আওয়াজ। অভি নিজেকে নামিয়ে নিয়ে আসে পরীর সিক্ত গহ্বরে। মিলিত হয়ে যায় দুই ভালবাসায় ভরা প্রান।

Share This Article
Leave a comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।