ভালোবাসি তোমায়

শাড়ি পরে বেডের এক কোণে গুটিশুটি মে’রে বসে আছে হুর। হুরের আম্মু মিসেস হেনা জোর করে হুর কে একটা লাল শাড়ি পড়িয়ে দিয়েছেন। যেহেতু আজকেই বিয়ে হলো আর ফাইয়াজ ও এই বাড়িতে থাকবে আজ তাই তিনি মেয়েকে শাড়ি পড়িয়ে হালকা সাজিয়ে দিয়েছেন। নতুন বউ বলে কথা!
ফাইয়াজ আর আর ফরিদ সাহেব আজ এই বাড়িতেই থাকবেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে হুরের বাবা মা তাদের যেতে দেয় নি। মিসেস হেনা ফরিদ সাহেব কে গেস্ট রুম দেখিয়ে দিয়ে এসে দেখলেন ফাইয়াজ এখনো ড্রয়িং রুমেই বসে আছে। তিনি ফাইয়াজ এর সামনে গিয়ে বললেন,
-“তুই এখনো এখানে বসে আছিস কেনো বাবা! ”
ফাইয়াজ দ্বি’ধা ভরা দৃষ্টিতে তাকাতেই মিসেস হেনা বুঝতে পারলেন সমস্যা টা কোথায়! তিনি ফাইয়াজ এর মাথায় হাত বুলিয়ে বললেন,
-“দেখ বাবা আমি জানি বিয়েটা হুট করে হয়েছে। আমরা নিজেরাও এর জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু যেভাবেই হোক বিয়ে টা হয়েছে তো! তোর মনে হয়তো এই সম্পর্ক নিয়ে অনেক দ্বি’ধা আছে। তেমনি হুরের মনেও আছে। এই দ্বি’ধা দূর করার জন্য হলেও তোদের দুজনের কাছাকাছি থাকা টা জরুরী। একে অপরের সাথে কথা বলে ফ্রি হওয়াটা জরুরী। যা বাবা রুমে যা। হুরের সাথে কথা বলে ফ্রি হওয়ার চেষ্টা কর। এতে তোদের দ্বি’ধাও দূর হবে আর সম্পর্ক টাও মজবুত হবে।”
——–
দরজা খোলার শব্দে হালকা কেঁ’পে উঠলো হুর। কিন্তু চোখ তুলে তাকালো না। সে জানে ফাইয়াজ এসেছে। তাই চুপচাপ আগের মতো বসে রইলো। তবে মনে ভ’য় কাজ করছে।
ফাইয়াজ রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই কিছু সময়ের জন্য যেনো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলো তার। তার কাছে মনে হলো যেনো কোনো পরি বসে আছে রুমে। কি দারুণ সুন্দরই না লাগছে হুর কে লাল শাড়িতে! ফাইয়াজ চেয়েও চোখ ফেরাতে পারছে না হুরের উপর থেকে। যেনো কোনো ঘোরের মাঝে ডু’বে গেছে সে।
হুর ফাইয়াজ এর কোনো সারাশব্দ না পেয়ে চোখ তুলে তাকালো। কিন্তু ফাইয়াজ এর এই অদ্ভুত দৃষ্টিতে বুক কেঁ’পে উঠলো তার। হুর নড়েচড়ে আরেকটু জড়োসড়ো হয়ে বসতেই ফাইয়াজ এর ঘোর ভাঙ’লো। ধীর পায়ে হুরের সামনে এসে গলা খা’কা’রি দিলো। গম্ভীর স্বরে বললো,
-“বেলকনিতে এসো হুর। আমার তোমার সাথে জরুরী কিছু কথা আছে। ”
নিজের কথা শেষ করে সোজা বেলকনিতে চলে গেলো ফাইয়াজ। হুর বেড থেকে নেমে সাবধানে পা ফেলতে লাগলো। শাড়ি পড়ার অভিজ্ঞতা তার মোটেও নেই। জীবনে মাত্র দুবার শাড়ি পড়েছে। আর দুবারই বা’জে অভিজ্ঞতার শি’কা’র হয়েছে সে। তাই এখন আস্তে ধীরে পা ফেলছে যেনো কোনো অ’ঘট’ন না ঘটে এই মুহূর্তে। কিন্তু কপালের লিখন কি আর খ’ন্ডা’নো যায়! বেলকনির দরজার সামনে আসতেই ঘটে গেলো প্রত্যাশিত অ’ঘ’ট’ন। শাড়ির সামনের অংশে পা বেঁ’ধে গেলো হুরের। প’ড়ে ব্য’থা পাওয়ার ভ’য়ে চোখ বন্ধ করে ফেললো হুর। কিছু সময় যাওয়ার পরও কোনো ব্য’থা অনুভূত না হওয়ায় ধীরে ধীরে চোখ মেললো সে।
নিজেকে কারোর বাহুবন্ধনে আবদ্ধ পেয়ে হুর বুঝে গেলো এবারও ফাইয়াজ তাকে প’রা’র হাত থেকে বাঁ’চি’য়ে দিয়েছে। মাথা উপরে তুলতেই ফাইয়াজের রা’গে লাল হওয়া চোখ দেখে আঁ’ত’কে উঠলো হুর। ফাইয়াজ চোখ মুখ লাল করে হালকা চেঁ’চি’য়ে বললো,
-“ঠিক ভাবে হাঁটাচলা করতে পারো না তুমি! নাকি পায়ে সমস্যা আছে! নাহলে সবসময় তুমি এভাবে পড়ে যাওয়ার অবস্থায় পড়ো কেনো! এখন আমি না থাকলে কি হতো হ্যা! ডিরেক্ট নিচে পড়ে হাত পা ভা’ঙ’তে। আশ্চর্য মেয়ে তো তুমি ! সবসময় বি’প’দ কে সেধে নিজের কাছে আসার জন্য আমন্ত্রণ জানাও। এখন এখানে চুপটি করে দাড়াও। আমার কিছু কথা আছে তোমার সাথে। ”
ফাইয়াজ হুর কে বেলকনির রেলিং এর সাথে দার করিয়ে নিজেও কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। দুইজনই নিশ্চুপ। পিনপিনে নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। উভয়ের দৃষ্টি আ’ট’কে আছে আকাশের দিকে। আকাশ আজ ঝকঝকে পরিষ্কার। থালার ন্যায় চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। মৃদু বাতাস বইছে। হুরের বেলকনি ফুলের ঘ্রানে মো মো করছে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এক কথায় উপভোগযোগ্য বলা যায় !
নীরবতা ভে’ঙে ফাইয়াজ নরম কণ্ঠে বলে উঠলো,
-“আমাকে বিয়ে করতে রাজী হলে কেনো হুর! ”
হুর ফাইয়াজ এর দিকে তাকিয়ে উত্তর দিলো,
-“আমার পরিবারের জন্য। ”
ফাইয়াজের দৃষ্টি এতক্ষন সামনে স্থির ছিলো। হুরের জবাবে হুরের দিকে তাকাতে বাধ্য হলো সে। হুর ও ফাইয়াজের দিকেই তাকিয়ে ছিলো। দৃষ্টির বিনিময় ঘটলো কিছু সময়ের জন্য। ফাইয়াজ আবার বলে উঠলো,
-” আমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবে তো! ”
হুর উদাস দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে বললো,
-“জানা নেই আমার এই বিষয়ে আমি কতোটা সফল হবো। ”
ফাইয়াজ শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো,
-“আচ্ছা তোমার লাইফে কি কেউ ছিলো! কাউকে ভালোবেসেছো কখনো!? ”
হুর কিছুটা সময় নিয়ে ফাইয়াজের চোঁখের দিকে গভীর দৃষ্টি ফেলে বললো,,
-“হুম। কেউ একজন ছিলো আমার জীবনে। যাকে আমি মন উ’জা’ড় করে ভালোবাসতাম। যার জন্য পুরো পৃথিবীর বিরু’দ্ধে যাওয়ার মতো মনোভাব রাখতাম আমি। আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলো সে। উহুম চেহারা দেখে বলছি না! সত্যি বলতে তাকে দেখার সৌভাগ্য তো আমার কখনো হয় নি। আমি তার চ’রি’ত্র কে ভালোবেসেছিলাম। তার গ’ম্ভী’র’তা কে ভালোবেসেছিলাম। ”
অ’শ্রু’শি’ক্ত হলো হুরের চোখ জোড়া। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে পুনরায় বলে উঠলো হুর,
-“কিন্তু সে আমাকে ভালোবাসে নি জানেন! সে আমাকে ধোঁ’কা দিয়েছে। হঠাৎ করে একদিন হারিয়ে গিয়েছে আমার জীবন থেকে। অবশ্য তারই বা দো’ষ দিয়ে কি লাভ বলুন ! আমার ভালোবাসা, আমার অনুভূতি সব তো একপাক্ষিক ছিলো ; যা আমাকে কঠিন য’ন্ত্র’না দিয়ে আসছে এতগুলো দিন ধরে। ভিতরে কুঁ’ড়ে কুঁ’ড়ে খাচ্ছে আমায়। ”
নিজের কথা শেষ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করলো হুর। ফাইয়াজের মুখ পানে চেয়ে দেখলো মুখটায় গম্ভীরতা ছেয়ে আছে। চোখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। হঠাৎ করে ফাইয়াজ কোনোরকম কোনো কথা না বলে সোজা রুমের বাইরে চলে গেলো।
হুর দেয়ালের সাথে ঘেঁ’ষে নিচে বসে পড়লো। আকাশের দিকে তাকিয়ে অভি’যোগের সুরে বললো,
-“কেন আমাকে ধোঁ’কা দিলেন ফারান! কেন প্র’তা’রণা করলেন আমার সাথে! কেনো খেললেন আমার অনুভূতি নিয়ে! কেনো এতো ক”ষ্ট দিলেন আমায়! কেনো কেনো?! কি ভেবেছিলেন নিজের পরিচয় পরিবর্তন করলে আমি আপনাকে চিনবো না! যাকে এতো টা ভালোবেসেছি তাকে আমি চিনবো না এও কি সম্ভব! জানেন আজকের এই দিনটার জন্য আমি গত দুই মাস ধরে কতো অপেক্ষা করেছি! উহু জানবেন কিভাবে! ”
হুরের নিজের চোঁখের জল মুছে বাঁকা হেসে বললো,
-“তবে এখন থেকে বুঝবেন প্রিয়জনের কাছ থেকে অব’হেলা পাওয়ার য’ন্ত্র’না কেমন হয়। যেই ক’ষ্ট আমি পেয়েছি তা আপনাকেও পেতে হবে। আমার সাথে কেনো এমন করলেন তা তো আমি জেনেই ছাড়বো। তবে আমার সাথে প্রতা’রণা করার শা’স্তি তো আপনাকে পেতেই হবে মিস্টার ফারান উরফে মিস্টার ফাইয়াজ। ”
——-
ছাদের রেলিং শ’ক্ত করে মুঠোয় ভোরে দাঁড়িয়ে আছে ফাইয়াজ। যতো রা’গ আছে সব যেনো রেলিং এর উপর প্রকাশ করতে চাচ্ছে। রেলিং ছেড়ে নিজের মাথার চুল শ’ক্ত করে টেনে ধরলো ফাইয়াজ। ভা’ঙা স্বরে আওড়াতে লাগলো,
-“I’m so sorry Hur….. বিশ্বাস করো আমি তোমাকে কখনোই ক’ষ্ট দিতে চাই নি। কিন্তু আমি বাধ্য ছিলাম। কিছুই করার ছিলো না আমার। অনেক বেশি ক’ষ্ট দিয়ে ফেলেছি তোমায় তাই না জান! তবে আজ থেকে এখন থেকে তোমার সকল ক’ষ্ট ভোলানোর দায়িত্ব আমার। এতো এতো ভালোবাসা দিবো যে সকল ক’ষ্ট ভুলে যাবে। আর কেনো আমি এমন করেছি তাও তুমি জানবে জান। আমি নিজে তোমাকে সবটা জানাবো। শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। ”
কিন্তু ফাইয়াজের মনে একটা ভ’য় রয়েই গেলো সব সত্যি জানার পর হুর যদি তাকে ছেড়ে চলে যায়! কিন্তু কোনোরকমে নিজের মন কে বুঝ দিলো ফাইয়াজ। সে কখনোই হুর কে নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না।
—–
রুমে প্রবেশ করে হুর কে কোথাও না দেখে বেলকনির দিকে পা বাড়ালো ফাইয়াজ। বেলকনি তে আসতেই হুরের উপর দৃষ্টি স্থির হলো ফাইয়াজের। এলোমেলো শাড়িতে ফ্লোরে বসে দেয়ালে মাথা ঠে’কি’য়ে ঘুমাচ্ছে হুর মৃদু বাতাসে চুলগুলো উড়ে মুখের উপর প’ড়ে কিছু অংশ ঢেকে দিয়েছে। চাঁদের আলো মুখে প’ড়া’য় অসম্ভব মায়াবতী লাগছে হুর কে। ফাইয়াজ বিনা শব্দে হুরের সামনে গিয়ে আলতো হাতে কোলে তুলে নিলো তাকে। বেডে শুইয়ে দিয়ে মুখের উপর প’ড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিলো। হুরের কপালে গভীর একটা চু’মু খেয়ে হালকা আওয়াজে বললো,
-“তোমার সকল দুঃ’খ আমি দূর করে দিবো মায়াবতী। তুমি জানো না তোমাকে ক’ষ্ট দিয়ে আমি নিজে দ্বিগুন ক’ষ্ট পেয়েছি। তোমার অ’শ্রু’শি’ক্ত চোখ প্রতিবার আমার হৃদয়ে ছু’রি’কা’ঘা’ত করে। আজ থেকে আমাদের নতুন জীবনের সূচনা হলো। নতুন সম্পর্কের শুরু হলো যা শুধু ভালোবাসাময় হবে।”

SHARE:

Logo Light

হারিয়ে যান গল্পের দুনিয়ায়

Useful links

2024 © Golpo Hub. All rights reserved.